September 23, 2024, 2:34 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন  পার্বতীপুরে পান বাজারের পান চাষে এগিয়ে আসছে বরজে চাষিরা,, পাচ্ছেন না কোন কৃষি ভর্তুকি জায়গা জমি সংক্রান্ত জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন যাত্রী সেজে মাদকদ্রব্য বহন কালে ১০২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভুল থেকে শিক্ষা নিয়ে সংসদে আসুন, বিএনপিকে নাসিম

ভুল থেকে শিক্ষা নিয়ে সংসদে আসুন, বিএনপিকে নাসিম

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপিকে উদ্দেশ করে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, মাথা গরম করে অনেক ভুল করেছেন। ভুল থেকে শিক্ষা গ্রহণ করা সবারই উচিত। আমাদেরও যেমন উচিত, ওদেরও উচিত। বলতে চাই, আপনারা পার্লামেন্টে আসুন। সংসদে আসুন। শক্তিশালী বিরোধী দলের ভূমিকা আপনারা রাখুন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বঙ্গমাতা পরিষদ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা এ কথা বলেন। সংসদে যোগ দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ না হারানোর কথাও বলেন তিনি। ঐক্যফ্রন্ট ও বিএনপিকে নাসিম বলেন, ৭৩, ৭০ সালে বঙ্গবন্ধুর মতো, এত বড় বিশাল ব্যক্তিদের সামনে কিন্তু মাত্র কজন বিরোধী দলের সদস্য ছিল। এই পার্লামেন্টে অনেক প্রবীণ ব্যক্তিত্ব আছেন, আপনারা জানেন। কিন্তু তারপরও কিন্তু একজন সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম হয়েছিল, মনে রাখতে হবে আপনাদের। একই সঙ্গে বিরোধী দলকে সংসদে কথা বলার সুযোগ তৈরিতে সরকারি দলের সহযোগিতার কথাও উল্লেখ করেন এই আওয়ামী লীগ নেতা। দেশবিরোধী চক্রান্ত এখনো বন্ধ হয়নি বলে উল্লেখ করেন মোহাম্মদ নাসিম। তিনি ধৈর্য ও সহি ুতার সঙ্গে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, সংসদে কয়টি আসন থাকল তা নয়; কতটা গঠনমূলক বিরোধিতা করা গেল, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Share Button

     এ জাতীয় আরো খবর