September 22, 2024, 9:21 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন  পার্বতীপুরে পান বাজারের পান চাষে এগিয়ে আসছে বরজে চাষিরা,, পাচ্ছেন না কোন কৃষি ভর্তুকি জায়গা জমি সংক্রান্ত জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন যাত্রী সেজে মাদকদ্রব্য বহন কালে ১০২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

জায়গা জমি সংক্রান্ত জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি

চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকি দেওয়ায় থানায় জিডি করেছে ভুক্তভোগী সাংবাদিক।

২০ সেপ্টেম্বর ভুক্তভোগী সাংবাদিক এম, দলিলুর রহমান বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আসামিরা হলেন বড়হাতিয়া মছনের হাট ১ নং ওয়ার্ডের মৃত খুলু মিঞার পুত্র কুতুবউদ্দিন (৪০), ২/ তার ছোটভাই মো: বাহার উদ্দীন (৩২), ৩/ একই এলাকার কাবিল হোসেনের পুত্র হাবিবুর রহমান (৩৬), ৪/ একই এলাকার মৃত আব্দুল আলিমের পুত্র আলি আহমদ (৪৬), অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে জিডি করা হয়, যাহা লোহাগাড়া থানার সাধারণ ডায়েরি নম্বর-৯৭৪।

জিডি সুত্রে জানা যায় ভুক্তভোগী সাংবাদিক বিগত ২০১১ সালে বাড়ির পাশ্বে পরিবারের পাঁচভাইয়ের নামে একটি জায়গা ক্রয় করে সেটাতে ভোগ দখলে স্থিত আছে, তবে একই জায়গা আসামীরা কিনতে চেয়েছিল, কিনতে না পেরে ক্ষিপ্ত হয়ে ২০১২ সালে সাতকানিয়া সাব-জজকোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করে সেখানে টানা ৬ বছর মামলাটি চলে এবং ১৮ সালে এসে সেই মামলাতেও তারা উভয় পক্ষের শুনানিতে হেরে যায়, তখন থেকে ক্রয়কৃত জায়গায় শান্তিপূর্ণ ভোগদখলে আছেন, তবে আসামিরা হামলার বিভিন্ন পরিকল্পনা করতে থাকে। সম্প্রতি ১৩ সেপ্টেম্বর জুমাবার বিকালে কেউ বাড়িতে না থাকার সুযোগে আসামীরা বহিরাগত কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীসহ বাড়িতে এসে কাউকে না পেয়ে অত্র জায়গায় ৩-৪ বছর বয়সী শতাধিক সুপারি গাছ, কলাবাগান, অন্যান্য ফলজ গাছ কেটে দখলে নেওয়ার চেষ্টা করে। পরে বাড়িতে ফিরে এই বর্বরতা দেখে জানতে চাইলে ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এবিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক এম, দলিলুর রহমান গণমাধ্যমকে বলেন সেদিন আমরা বাড়িতে কেউ ছিলাম না সবাই বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম এই সুযোগে তারা এই ধরনের বর্বরতা চালায়, তিনি আরও বলেন ঐ ঘটনার ২ দিন পরে ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ টার সময় ঘরের চারপাশে অস্ত্রসহ আসামিরা মহড়া দেয় এবং দরজা ভাঙ্গার চেষ্টা করে, এলাকাবাসী খবর পেয়ে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়, এখনো তারা প্রকাশ্যে প্রাণে মারার হুমকি দিয়েই যাচ্ছে, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান- +880 1320-107808

Share Button

     এ জাতীয় আরো খবর