ড. কামাল হোসেন নখদন্তহীন বাঘ: হানিফ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঐক্যফ্রন্টের নেতা ড: কামাল হোসেন নখও দন্তহীন বাঘ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকাল মঙ্গলবার দুপুর ১ টার সময় মেহেরপুরের গাংনীতে নৌকা মার্কা প্রতীকের সমর্থনে এক পথ সভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন রাজকারদের প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব নিয়েছেন ড: কামাল হোসেন। তিনি আরো বলেন দূর্নীতিবাজদের পক্ষে সেনাবাহিনী অবস্থান নেবে এটা ভাবার কোন কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। একন নৌকার পালে হাওয়া লেগেছে বিজয় হবেই হবেই। বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে জেলে আছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা আছে তিনি কখনও জেল থেকে বের হতে পারবেন কি না সন্দেহ আছে। আওয়ামী লীগের এ পথ সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দীন। এ সময় অন্যন্য’র মধ্যে বক্তব্য রাখেন,সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মকবুল হোসেন,সংসদ সদস্য সেলিনা আক্তার বানু,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক,আওয়ামীলীগের প্রার্থী সাহিদুজ্জামান খোকন, যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন,সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, ছাত্রলীগ সভাপতি তৌহিদ হোসেন প্রমুখ। এসয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।