January 15, 2025, 6:48 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে মা-ছেলে হত্যায় ২ জনের যাবজ্জীবন করাদণ্ড

কিশোরগঞ্জে মা-ছেলে হত্যায় ২ জনের যাবজ্জীবন করাদণ্ড

ডিটেকটিভ নিউজ ডেস্ক        

        

 কিশোরগঞ্জে এক গৃহবধূ ও তার ছেলেকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার আসামিদের উপস্থিতিতে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আবু তাহের আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব সাহাপাড়ার নজরুল ইসলাম (৩৭) ও জুয়েল ভূইয়া (৩৫)। যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। মামলার বিবরণে বলা হয়, নরসিংদীর শিবপুর উপজেলার বেতাগিয়া গ্রামের আয়েস আলীর মেয়ে ২৮ বছর বয়সী দিপালীর কাছ থেকে নজরুল ও জুয়েল সুদের বিনিময়ে টাকা ধার নেন। পরে টাকা পরিশোধ না করে নানা টালবাহানা শুরু করেন তারা। দিপালী টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিলে ২০০৯ সালের ২ অগাস্ট আসামিরা তাকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর মাজারে আসতে বলেন। ওই দিন দুপুরে দিপালী তার পাঁচ বছর বয়সী ছেলে বশিরকে নিয়ে সেখানে যান। তখন আসামিরা দিপালীকে মাজারের পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়ে যান। একপর্যায়ে তারা বশিরকে গলা টিপে ও পরে দিপালীর মাথায় হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে লাশ নদীতে ডুবিয়ে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবদুস সালাম জানান, ঘটনার দিন বিকালে কুলিয়ারচর থানার পুলিশ নদীর পাড় থেকে দিপালী ও বশিরের লাশ উদ্ধার করে। কুলিয়ারচর থানার এসআই মুজিবুর রহমান অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করে র‌্যাব। তারা দিপালীর বাড়ি থেকে নজরুলের সুদের বিনিময়ে টাকা ধার নেওয়ার চুক্তিপত্র উদ্ধার করে। সালাম জানান, ২০০৯ সালের ১২ অগাস্ট এ ঘটনায় জড়িত সন্দেহে নজরুলকে আটক করা হলে তিনি হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জববানবন্দি দেন। পরে তার দেওয়া তথ্যে র‌্যাব জুয়েলকে আটক করে। ২০১২ সালের ২৩ ডিসেম্বর র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের এসআই মো. সিরাজুল ইসলাম তাদের দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর