September 8, 2024, 8:05 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

তামিম-সৌম্য প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন : চন্দ্রমোহন

তামিম-সৌম্য প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন : চন্দ্রমোহন

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। এমন তথ্য জানিয়েছেন টাইগার ফিজিও থিহান চন্দ্রমোহন।

তিনি বলেন, ‘তামিমের মাংসপেশিতে এবং সৌম্যর ঘাড়ে ইনজুরি রয়েছে। তবে প্রথম টেস্টের আগে এরা দু’জনই সুস্থ হয়ে উঠবেন এবং তারা খেলবেন।’
দক্ষিণ আফ্রিকা সফরে ইতোমধ্যে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি মূলক ম্যাচটি ড্র করেছে টাইগাররা। প্রস্তুতিমূলক ম্যাচের প্রথম দিন মাংশপেশিতে চোট পান তামিম।

আর ম্যাচের তৃতীয় ও শেষদিন ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েন সৌম্য। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কেউই মাঠে নামেননি। ফলে প্রথম টেস্টে দু’জনের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় সংশয়।
অবশেষে সেই সংশয় দূর করলেন বাংলাদেশ দলের ফিজিও চন্দ্রমোহন।

তিনি বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় মাংসপেশিতে সামান্য চোট পান তামিম। তবে এখন সে ভালো আছে। চলতি সপ্তাহে সে অনুশীলন করবে এবং টেস্টের জন্য তৈরি হবে। আর ফিল্ডিং-এর সময় কাঁধে ব্যথা পান সৌম্য। তবে সাবধানতার কারণে তাকে মাঠের বাইরে রাখা হয়েছে। চলমান সপ্তাহে সেও অনুশীলন শুরু করবে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবে।’
ম্যাচের জন্য ফিট হলেও, তামিম-সৌম্যর ইনজুরির কথা মাথায় রেখে বিকল্প হিসেবে নাজমুল হোসেন শান্তকে ১৬তম খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত করার চিন্তা করছে বাংলাদেশ। বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর