May 20, 2024, 5:15 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

নির্বাচনের নামে প্রহসন হচ্ছে : ড. কামাল হোসেন

নির্বাচনের নামে প্রহসন হচ্ছে : ড. কামাল হোসেন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। আর নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার আশঙ্কা বাড়ছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ড. কামাল হোসেন। নির্বাচন সঠিকভাবে না হলে ভয়াবহ পরিণতি হবে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন আয়োজিত এই আলোচনা সভায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে পুলিশকে যেভাবে অপব্যহার করা হচ্ছে, তা অতীতে কখনো হয়নি। অবিলম্বে পুলিশি হয়রানি ও গ্রেফতার বন্ধের আহ্বান জানান তিনি। সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা হচ্ছে না উল্লেখ করে ড. কামাল আরো বলেন, সংবিধানের বাইরে যাঁরা কাজ করছেন, তাঁদের একদিন শাস্তি পেতে হবে। ড. কামাল হোসেন বলেন, এক্ষুনি অবিলম্বে পুলিশকে এসব কাজ থেকে বিরত থাকতে বলেন। ঐক্যফ্রন্টের আহ্বায়ক আরো বলেন, যদি নাগরিকরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়, এটা স্বাধীনতার ওপর আঘাত। এ আঘাত দেওয়া উচিত না। এ আঘাত হলো দেশদ্রোহের শামিল। কেউ যদি মনে করে দেশদ্রোহ করে পার পাওয়া যায়, তা না। কেউ পার পায়নি। দেশে এখন দুঃশাসন চলছে দাবি করে কামাল হোসেন বলেন, জনগণের ভোটাধিকার খর্ব করলে দেশদ্রোহের দায়ে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর