January 5, 2025, 8:59 am

সংবাদ শিরোনাম

অ্যামাজন চোর ধরতে পুলিশের সঙ্গে ফাঁদ পাতছে

অ্যামাজন চোর ধরতে পুলিশের সঙ্গে ফাঁদ পাতছে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

পার্সেল চোর ধরতে পুলিশের সঙ্গে ফাঁদ পাততে কাজ করছে অ্যামাজন।

বাড়ির বাইরে রেখে যাওয়া পার্সেল চুরি থামাতে ডামি পার্সেল ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পুলিশ কর্মকর্তারা। এই ডামি পার্সেলগুলোর ভেতরে থাকবে জিপিএস ট্র্যাকার ও লুকানো ডোরবেল ক্যামেরা– খবর বিবিসি’র।

নিউ জার্সির যে জায়গাগুলোতে পার্সেল চুরির ঘটনা বেশি ঘটে অ্যামাজনের দেওয়া সে জায়গাগুলোর ম্যাপিং ডেটা এবং শহরের অপরাধ পরিসংখান ডেটাবেইজ থেকে পরীক্ষামূলক বাড়িগুলো বাছাই করা হয়েছে।

এ ধরনের একটি ডামি পার্সেল সরবরাহের তিন মিনিটের মধ্যে সেটি চুরি গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, “পার্সেল চুরি ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাড়তি উদ্যোগকে আমরা অভিন্দন জানাচ্ছি এবং যেভাবে সম্ভব তাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো।”

এবারে বড় দিনের উৎসব পর্যন্ত ৯০ কোটি পার্সেল সরবরাহের আশা করছে মার্কিন পোস্টাল সার্ভিস।

আগের বছরই ‘অ্যামাজন কি’ নামে নতুন সেবা চালু করে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। এই সেবার আওতায় অ্যাপের মাধ্যমে গ্রাহকের দরজা খুলে ঘরের ভেতর পার্সেল সরবরাহ করতে পারেন সরবরাহকারী ব্যক্তি।

এছাড়া শপিং সেন্টার, স্টোর, এয়ারপোর্ট, ট্রেন স্টেশন এবং ইউনিভার্সিটি থেকে পার্সেল নিতে লকারও দিয়ে থাকে অ্যামাজন।

Share Button

     এ জাতীয় আরো খবর