January 5, 2025, 8:59 am

সংবাদ শিরোনাম

কোয়ালকম চীনে এবার xএস, xআর নিষিদ্ধ চায়

কোয়ালকম চীনে এবার xএস, xআর নিষিদ্ধ চায়

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

চীনে অ্যাপলের নতুন মডেলের আইফোনের বিক্রি বন্ধের চেষ্টা চালাচ্ছে কোয়ালকম।

কোয়ালকমের সঙ্গে চলমান পেটেন্ট মামলায় আগের সপ্তাহেই দেশটিতে পুরানো মডেলের আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞার রায় দেয় চীনা আদালত। এবার একই পেটেন্ট লঙ্ঘনের দায়ে আইফোন xএস, xএস ম্যাক্স এবং xআর এর ক্ষেত্রে একই নিষেধাজ্ঞা আনতে আবেদন করেছে কোয়ালকম– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

কোয়ালকমের এবারের আবেদনের কারণে চীনে প্রতিষ্ঠান দু’টির মধ্যে আইনি লড়াই আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

চীনে পুরানো আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞার বিষয়টি এড়িয়ে গেছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির দাবি আদালতের নিষেধাজ্ঞা শুধু আইওএস ১১ বা তার আগের সংস্করণের ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু তাদের আইফোনগুলো এখন আইওএস ১২-এ চলছে তাই তারা এগুলোর বিক্রি চালিয়ে যেতে পারবে বলে ধারণা অ্যাপলের।

চীনা আদালতের দেওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইতোমধ্যে আপিলও করেছে অ্যাপল।

ফিনান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, চীনা আদালতের নিষেধাজ্ঞায় কোনো নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের উল্লেখ করা হয়নি। তবে, তার মানে এটা নয় অ্যাপল ভুল কিছু করছে।

এবিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্যও করেনি অ্যাপল।

Share Button

     এ জাতীয় আরো খবর