January 5, 2025, 9:05 am

সংবাদ শিরোনাম

৪৩৩০০ শতাংশ বেড়েছে অ্যাপলের শেয়ার মূল্য

৪৩৩০০ শতাংশ বেড়েছে অ্যাপলের শেয়ার মূল্য

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

 

শেয়ার বাজারে  আসার পর ৩৮ বছরে বুধবার অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে মোট ৪৩৩৭১ শতাংশ।

১৯৮০ সালের ১২ ডিসেম্বর প্রথমবারের মতো শেয়ার বাজারে নাম লেখায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সেসময় অ্যাপলের শেয়ার মূল্য ছিল ২২ মার্কিন ডলার–খবর সিএনবিসি’র।

শেয়ার বাজারে আসার পর অনেক ভাগ হয়েছে প্রতিষ্ঠানের শেয়ার। আর শত কোটির আইফোন বিক্রি করে বর্তমানের অ্যাপলের শেয়ার মূল্যে উঠেছে ১৭০ মার্কিন ডলারে।

বাজার মূল্যের দিক থেকে সম্প্রতি বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানের তকমা পায় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। কিন্তু গত কয়েক মাসে শেয়ার মূল্য কমায় অ্যাপলকে টপকে শীর্ষে ওঠে মাইক্রোসফট।

২০০৮ সালের আর্থিক সংকটের পর গত মাসে শেয়ার বাজারে সবচেয়ে বাজে সময় কাটে অ্যাপলের।

অন্যদিকে মাইক্রোসফট শেয়ার বাজারে আসে ১৯৮৬ সালের  ১৩ মার্চ। শেয়ার বাজারে ঢোকার পর থেকে প্রতিষ্ঠানটি শেয়ার মূল্য বেড়েছে ১৫১০০০ শতাংশ।

Share Button

     এ জাতীয় আরো খবর