January 5, 2025, 9:29 am

সংবাদ শিরোনাম

টেসলা সামনের বছরই চীনে উৎপাদন শুরু করবে

টেসলা সামনের বছরই চীনে উৎপাদন শুরু করবে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

২০১৯ সালের দ্বিতীয়ার্ধে চীনা কারখানায় উৎপাদন শুরু করতে প্রস্তুত টেসলা, বুধবার এমনটাই জানিয়েছে চীন সরকার।

সরকারের পক্ষ থেকে উইচ্যাট পোস্টে বলা হয়, জমি সমান করার কাজ শেষ হয়েছে এবং নির্মাণকাজ শুরু হবে। আশা করা যাচ্ছে ২০১৯ সালের দ্বিতীয়ার্ধে আংশিকভাবে এখানে গাড়ি উৎপাদন শুরু হবে।

এবিষয়ে জানতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র পক্ষ থেকে টেসলার সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি শাংহাইয়ের লিংয়াং অঞ্চলে ৮৬৪৮৮৫ বর্গমিটার জমি কেনে টেসলা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এটিই হবে প্রতিষ্ঠানের প্রথম কারখানা।

স্থানীয় লোক নিয়োগ দিতে ইতোমধ্যেই অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট খুলেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি।

বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বাজার হলো চীন। দেশটিতে স্থানীয়ভাবে গাড়ি উৎপাদনের মাধ্যমে দাম অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে প্রতিষ্ঠানটি জানায়, সমুদ্র পথে পরিবহনের কারণে গাড়ির দাম ৫৫ থেকে ৬০ শতাংশ বেশি পড়ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর