বিএনপি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে: হানিফ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকা- চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া সদরের নিজ নির্বাচনী এলাকা আব্দালপুর ইউনিয়নে নির্বাচনী সমাবেশ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, পরিস্কারভাবে বলতে চাই সন্ত্রাসী কর্মকা- করে নির্বাচন বানচাল করা যাবে না। যারা এই ধরনের কর্মকান্ডের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পত্রপত্রিকায় খবর এসেছিল নির্বাচনকে বানচাল করার জন্য তারেক রহমান লন্ডন থেকে হত্যার নীল নকশা করছে। তিনি মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়। তারই আলামত হিসেবে গত মঙ্গলবার দেশের দুই জায়গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থি ছিলেন।