January 3, 2025, 12:35 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

ফাঁস হলো অ্যামাজন গ্রাহকের তথ্য

ফাঁস হলো অ্যামাজন গ্রাহকের তথ্য

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

ত্রুটির কারণে তথ্য ফাঁস হয়েছে কিছু সংখ্যক অ্যামাজন গ্রাহকের।

আক্রান্ত গ্রাহদেরকে পাঠানো ইমেইলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “প্রযুক্তিগত ত্রুটির” কারণে কিছু সংখ্যক গ্রাহকের নাম ও ইমেইল ফাঁস হয়ে থাকতে পারে।

বুধবার অ্যামাজনের ইমেইলের স্ক্রিনশট শেয়ার করেছেন বেশ কিছু গ্রাহক।

পরবর্তীতে অ্যামাজনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা ত্রুটি সমাধান করেছি এবং ‘আক্রান্ত হয়ে থাকতে পারেন’ এমন গ্রাহকদের বিষয়টি জানিয়েছি।”

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের তথ্য ফাঁস হলেও তাদের পাসওয়ার্ড পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানিয়েছে অ্যামাজন।

এমনটাও ধারণা করা হচ্ছে যে, শুধু নাম এবং ইমেইল ফাঁস হলেও এর সুযোগ নিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট রিসেটের চেষ্টা করা হতে পারে বা ‘ফিশিং অ্যাটাকের’ জন্য তাদের ইমেইল লক্ষ্য করা হতে পারে।

ত্রুটির কারণে কী কত জন গ্রাহক আক্রান্ত হয়েছেন বা কতোক্ষণ ধরে এই তথ্যগুলো উন্মুক্ত ছিল সে বিষয়ে কোনো জবাব দেয়নি অ্যামাজন। অ্যামাজন ওয়েবসাইট এবং অন্যান্য ব্যবস্থা এতে আক্রান্ত হয়নি বলে সিএনবিসিকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

আক্রান্ত গ্রাহকের তথ্য ঠিক কোথায় দেখা যাচ্ছিলো সেটিও জানায়নি অ্যামাজন।

প্রতিষ্ঠানের গ্রাহক ফোরামে অ্যামাজনের বার্তা অবাক করেছে অনেক গ্রাহককে। কারণ এতে অ্যামাজনের ওয়েবসাইটের নিরাপদ লিঙ্ক দেওয়া হয়নি। ‘এইচটিটিপিএস’ এর বদলে ‘এইচটিটিপি’ ইউআরএল ব্যবহার করা হয়েছে বার্তায়।

Share Button

     এ জাতীয় আরো খবর