এবার গুগলের ভিজুয়াল ট্রান্সলেটে যোগ হলো বাংলা
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
গুগল ট্রান্সলেট অ্যাপের ভিজুয়াল অনুবাদে চলতি সপ্তাহে বাংলাসহ যোগ হচ্ছে আরও ১৩টি ভাষা।
স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে কাজ করে গুগলের ভিজুয়াল অনুবাদ। ২০১৫ সালে ট্রান্সলেট অ্যাপে এই ফিচারটি চালু করে গুগল। সেসময় এটি ২৭টি ভাষা সমর্থন করতো।
বিদেশে যোগাযোগ সহজ করতেই এই ফিচারটি চালু করে গুগল। এর মাধ্যমে খাবারের মেনু এবং সংকেতগুলো রিয়েল টাইমে অনুবাদ করা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
নতুন যোগ হওয়া ১৩টি ভাষার মধ্যে রয়েছে পাঞ্জাবি, বাংলা, ভিয়েতনামিজ, থাই, গুজরাতি, কান্নাডা, নেপালি, তামিল, তেলেগু ও মালায়লাম। এতে অ্যাপটির ভিজুয়াল অনুবাদ সমর্থনকারী ভাষার সংখ্যা হলো প্রায় ৫০টি।
ট্রান্সলেট অ্যাপের ক্যামেরা আইকন ব্যবহার করে এই ফিচারটির সুবিধা নিতে পারবেন গ্রাহক। গ্রাহক তার ক্যামেরা দিয়ে কোনো লেখার ছবি তুললেই তা অন্য ভাষায় অনুবাদ করে দেবে ফিচারটি।
নিউরাল মেশিন ট্রান্সলেশন নামের মেশিন লার্নিং কৌশলের মাধ্যমে অনুবাদের কাজটি করে গুগল ট্রান্সলেশন।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই নতুন ভাষার সুবিধা নিতে পারবেন গ্রাহক।