January 17, 2025, 1:54 am

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

বগুড়ার শেরপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মোঃ আতিকুর রহমান শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে র‌্যাব-১২’এর সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দুই ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় বাসটি জব্দ করা সহ ভারতীয় আমদানি নিষিদ্ধ ২২১বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (১৫অক্টোবর) রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি এলাকায় অবস্থিত হোটেল পেন্টাগনের সামনে এই তল্লাশি চালানো হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দাউদপুর ব্যাপারি পাড়া এলাকার ছবেদ আলীর ছেলে ইউনুস আলী (৩৫) ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার দুবরাজপুর গ্রামের দিলদার মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৭)। উক্ত ঘটনায় র‌্যাবের ডিএডি মো. গোলাম রব্বানী বাদি হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দপুর থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো ব-১৪-৮৯৬৮) একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটিতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল রয়েছে-গোপনে এমন সংবাদ পায় র‌্যাব-১২’এর সদস্যরা। পরে ঢাকা-বগুড়া মহাসড়কের উক্ত স্থানে বাসটি আটকে তল্লাশি চালায় র‌্যাব সদস্যরা। এসময় উক্ত পরিমান ফেন্সিডিলসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার মূলহোতা বাসের চালক সোহরাব হোসেন (৪৫) পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। পরে ডিপজল পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার (১৬অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ অক্টোবর ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর