January 20, 2025, 5:46 pm

সংবাদ শিরোনাম
পুলিশ-র‌্যাব-আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত শিবচরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী পালিত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। নন্দীগ্রামে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১

খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি শ্যাননের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি শ্যাননের সাক্ষাৎ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে দেশের ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রোহিঙ্গা সঙ্কট’ নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যানন। গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা। শ্যাননের সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিল। শ্যাননকে বিদায় জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, মূলত তার আলোচনার মধ্যে ছিল রোহিঙ্গা সঙ্কট এবং দেশের চলমান রাজনেতিক পরিস্থিতি। এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। শ্যাননের সঙ্গে খালেদা জিয়ার ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করলেও নির্বাচন নিয়ে কী কথা হয়েছে, তা বলতে রাজি হননি মির্জা ফখরুল। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে, তবে বলা যাবে না। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি যা বলার বলে দিয়েছি। বৈঠকের পর শ্যানন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট এ বৈঠকে উপস্থিত ছিলেন না। বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন এ সময় উপস্থিত ছিলেন। তিন দিনের সফরে গত শনিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক আন্ডার সেক্রেটারি শ্যানন। গত রোববার গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর