September 22, 2024, 4:34 pm

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় ঐক্যের নামে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে: ইনু

জাতীয় ঐক্যের নামে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে: ইনু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় ঐক্যের নামে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। তিনি বলেন, জাতীয় ঐক্যের দাবি বিশ্লেষণ করলে দেখা যায়, এর নেতারা নির্বাচনের জন্য নয় বরং নির্বাচন কীভাবে বানচাল করা যায় সেজন্য ফন্দি-ফিকিরের প্রস্তাব উত্থাপন করেছেন। তারা বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার পাঁয়তারা শুরু করেছেন। জাতীয় ঐক্য জোট তৈরি হয়েছে জাতিকে জাতীয় সংকট থেকে মুক্ত করার জন্য- জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। ইনু বলেন, যারা সামরিক শাসন ও রাজাকারের দালালি করেছেন এবং জঙ্গিদের সমর্থন দিয়েছেন তাদের সঙ্গে হঠাৎ করে কামাল হোসেন ও বি. চৌধুরীরা হাত মেলালেন কী করে তা আমার বোধগম্য নয়। জামায়াতের নিবন্ধন থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয়, জামায়াত আনুষ্ঠানিকভাবেই ২০ দলীয় জোটের শরিক। হঠাৎ কী এমন হলো যে ২০ দলীয় জোটে জামায়াত থাকা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলামকে মাঝখানে রেখে কামাল হোসেন ও বি. চৌধুরী হাত নেড়ে উল্লাস প্রকাশ করেন? আমি মনে করি, এ উল্লাস বাংলাদেশের বিরুদ্ধে রাজাকারের হাসি। সুতরাং এ ঐক্যটা অপরাধীদের রক্ষার ঐক্য এবং সব রাজাকার ও অপরাধীদের একত্র করার ঐক্য। এ সময় সেখানে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় নেতা মহম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে গৃহ নির্মাণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান এবং ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর