নির্বাচন বানচাল করাই ঐক্যের নেতাদের আসল উদ্দেশ্য: মেনন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আসন্ন নির্বাচনকে বানচাল করার অসৎ উদ্দেশ্যেই জাতীয় ঐক্য করা হয়েছে। গতকাল সোমবার বরিশালের উজিরপুর গার্লস কলেজে অনুষ্ঠিত উপজেলা ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, বিএনপি ও জাতীয় ঐক্যের নেতাদের আমলনামা দেখে বোঝা যায়, কোন গণতন্ত্র আর ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা তারা বলছেন। এদের কেউ ছিলেন এক-এগারোর সেনা শাসনের উপদেষ্টা, কেউবা এক-এগারোর সেনা শাসকদের সাংবিধানিক পরামর্শদাতা। কেউ তথাকথিত সংস্কারপন্থী। জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে এই কুচক্রিদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে জানিয়ে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র ও সংবিধানের ধারাকে অব্যাহত রাখতে হবে। উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফায়জুল হক বালী ফারাইনের সভাপতিত্বে সভায় বরিশাল জেলা সভাপতি ওয়ার্কার্স পার্টির নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ টিপু সুলতান এমপি, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপজেলা কমিটির সদস্য ফারুক, উজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী সীল প্রমুখ উপস্থিত ছিলেন।