January 16, 2025, 4:01 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানে ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানে ৯ম মৃত্যু বার্ষিকী পালিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার

 

মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে আজ ৫ সেপ্টেম্বর সকালে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পন করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,দলীয় নেতা কর্মী ও পরিবারের সদস্যরা। পরে কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন সবাই। এ সময় উপস্থিত ছিলেন- মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সিলেট জেলা বিএনপির  সাধারণ সম্পাদক আবুল কাহের শামিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বকসি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন, কোষাধ্যক্ষ সৈয়দ তৌফিক আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু, ইমাদ উদ-দীন, সদস্য বদরুল ইসলাম, আতাউর রহমান চৌধুরী, এ্যাডভোকেট আব্দুল আলীম, মো: শেকুল তালুকদার। জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী, আলহাজ্ব এম এ মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ¦ল, সাধারণ সম্পাদক এম এ মুহিত,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মাজহারুল ইসলাম মহসীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজু, পিপলু আব্দুল হাই, জাসাসের জেলা সাধারণ সম্পাদক সরোয়ার মজুমদার ইমন,ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজা, ফয়ছল আহমদ সহ পরিবারের সদস্যরা। এ ছাড়া এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, জাসাস ও কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে কবর জিয়ারত, মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। বাদ যোহর মরহুমের বাড়িতে পরিবারের উদ্যোগে মিলাদ,দোয়া ও শিরণী বিতরণ করা হয়। বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগা জামে মসজিদে মিলাদ ও শিরণী বিতরণ করা হয়। সাইফুর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় স্থানে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা রোপন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। অপরদিকে, মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুর ২ ঘটিকার সময় স্থানীয় শহরের দিল্লী মিনি চাইনিজ রেষ্টুরেন্টে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারমান ভিপি মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিল ও এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউ পি চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আনকার আলী সোলেমান, জেলা বিএনপি নেতা মোহিতুর রহমান হেলাল, মোস্তাক আহমদ রুহিন, আবু মিয়া, পৌর বিএনপি’র সহ সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক বদরুল আলম নোমান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম, জেলা জিয়া মঞ্চের সভাপতি মোনাহিম কবির, চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাবিবুর রহমান, আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুহিবুর রহমান, বিএনপি নেতা হেলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আবু বকর তালুকদার, শহীদ আহমদ, মোঃ শাহেদ আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম এম সাইফুর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শিন্নী বিতরন করা হয়। উল্লেখ্য- এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ বার বাজেট পেশ করেন তিনি। ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজারের নিজ বাড়ী বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাম্মনবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর