December 27, 2024, 8:13 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

এই সময়ে লিজা

এই সময়ে লিজা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

কদিন আগেই প্রকাশ হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজার বহু প্রতীক্ষিত নতুন সিঙ্গেল ‘ভালোবাসি বলা হয়ে যাক’। গানটি নিয়ে অনেকদিন ধরেই নানা ধরনের পরিকল্পনা করেছিলেন এ শিল্পী। প্রচারণাও চালিয়েছেন সেরকমভাবে। গানটির কথা লিখেছেন ইশতিয়াক আহমেদ। আর সুর ও সংগীতায়োজন করেছেন বেলাল খান। এর ভিডিও তৈরি করেছে প্রেক্ষাগৃহ।

গানটি প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছেন লিজা। এমনকি অনেক তারকাও তাকে এ গানটির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। গানটিতে নিজেই পারফর্ম করেছেন। আর মিউজিক ভিডিওতে বরাবরের মতো এবারো এ গায়িকার পারফরমেন্স বেশ প্রশংসিত হয়েছে। এরইমধ্যে প্রায় দেড় লাখ দর্শক-শ্রোতা এ গানটি ইউটিউবে উপভোগ করেছেন। সব মিলিয়ে গানটি নিয়ে বেশ সন্তুষ্ট লিজা। এ বিষয়ে তিনি বলেন, আসলে লাখ-কোটি ভিউয়ের জন্য গানটি করিনি। গানটি করেছি নিজের সন্তুষ্টির জন্য। পাশাপাশি যারা মানসম্পন্ন গান পছন্দ করেন তাদের জন্যই গানটি করা। এরইমধ্যে বোদ্ধামহল থেকে শুরু করে এই প্রজন্মের অনেক শিল্পী এ গানটির প্রশংসা করেছেন। অনেক প্রশংসা পাচ্ছি শ্রোতাদের কাছ থেকেও। সব মিলিয়ে এ গানটি নিয়ে আমি খুব সন্তুষ্ট। আসলে আমি এরকম গান করতে চাই যেটা মানুষ অনেকদিন পর্যন্ত মনে রাখে। দীর্ঘসময় টিকে থাকে। সামনেও আমার এই ধারা অব্যাহত থাকবে। এদিকে লিজা বর্তমানে ব্যস্ত রয়েছেন স্টেজ শো নিয়ে। দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে নিয়মিতই ব্যস্ত তিনি। আর পাশাপাশি সিনেমার গানেও কণ্ঠ দিচ্ছেন। খুব শিগগিরই নিজ উদ্যোগে নতুন গান নিয়েও পরিকল্পনা করবেন লিজা। এ বিষয়ে তিনি বলেন, আপাতত প্লেব্যাক ও স্টেজে নিয়মিত গান করছি। আর শিগগিরই হয়তো নতুন গান করবো। এবারো একটি গান ভিডিওসহ প্রকাশ করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর