January 15, 2025, 3:50 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইম্পিরিয়েল মেডিকেল লিঃ এর ভূমি বিক্রয় বা হস্তান্তরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা

ইম্পিরিয়েল মেডিকেল লিঃ এর ভূমি বিক্রয় বা হস্তান্তরে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার


মৌলভীবাজারে ইম্পিরিয়েল মেডিকেল লিঃ ম্যানেজিং ডাইরেক্টর গং ৪ জন কর্তৃক ড. এম জি মৌলা মিয়ার টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ইম্পিরিয়েল মেডিকেল লিঃ ও তদস্থ তপশীলের ভূমি বিক্রয় বা হস্তান্তর না করার মর্মে বিজ্ঞ আদালত প্রদত্ত অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। গত ৩১ অক্টোবর সোমবার সকালে মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের মাতারকাপন এলাকাস্থিত ইম্পিরিয়েল মেডিকেল লিঃ-এ রাস্তার মুখে স্থাপনকৃত সাইনবোর্ডে লিখিত ‘সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ সূত্রে এ তথ্য জানা গেছে। মৌলভীবাজারের যুগ্ন জেলা জজ ১ম আদালতে বৃটেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়ার দায়েরী ০২/১৬ইং (টাকা)নং মামলার বিবাদী ইম্পিরিয়েল মেডিকেল লিঃ ম্যানেজিং ডাইরেক্টর গং ৪ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গত ২১/০৯/২০১৬ইং তারিখে এ অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। মামলার বাদী বৃটেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া বলেন-  বিবাদীগণ যাতে ইম্পিরিয়েল মেডিকেল লিঃ ও তদস্থ তপশীলের ভূমি বিক্রয় বা হস্তান্তর করতে না পারে এবং কেউ যাতে তা ক্রয় করে ক্ষতিগ্রস্ত না হয় সেই উদ্দেশ্যে সর্বসাধারণের অবগতির জন্যই এ সতর্কীকরণ বিজ্ঞপ্তিলিখিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। উল্লেখ্য- ইম্পিরিয়েল মেডিকেল কলেজের বোর্ড অব ডাইরেক্টর করা হয়েছে মর্মে ভূয়া কাগজপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে ৭৭ লাখ ৫০ হাজার টাকা আতœসাতের অভিযোগে বৃটেন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ড. এম জি মৌলা মিয়া সিআইপি’র দায়েরী (সিআর- ৫৭/১৪ (সদর) ও দায়রা- ২৫৯/২০১৪ইং)নং মামলার রায়ে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ মোঃ শফিকুল ইসলাম গত ২৯ জুন negotiable instruments act এর ১৯৮১ ও ১৩৮ ধারার বিধান মতে দোষী সাব্যস্থক্রমে  পলাতক ইম্পিরিয়েল মেডিকেল কলেজের ম্যানেজিং ডাইরেক্টর হাজী ইলিয়াছকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৮ লাখ টাকা অর্থদন্ড এবং অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। আদেশে বলা হয়- অর্থদন্ডের ৭৮ লাখ টাকার মধ্যে ৭৭ লাখ ৫০ হাজার টাকা মামলার বাদী প্রাপ্ত হবেন। আসামী ইলিয়াছ গ্রেফতার হবার অথবা আতœসমর্পন করার তারিখ হতে উক্ত রায় কার্যকর হবে। রাষ্টপক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ পিপি ভূবনেশ্বর পুরকায়স্থ এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এডভোকেট আব্দুল মোহাইমিন চৌধুরী। পলাতক ইম্পিরিয়েল মেডিকেল কলেজের ম্যানেজিং ডাইরেক্টর হাজী ইলিয়াছ নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতের আদেশ কার্যকর না করায় ড. এম জি মৌলা মিয়া ০২/১৬ইং (টাকা)নং মামলাটি দায়ের করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর