January 6, 2025, 12:16 pm

প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা : মওদুদ

প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা : মওদুদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় নির্বাচন হলে তা জনগণের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এই মন্তব্য করেন। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, এবার একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না এবং যেই গণবিস্ফোরণের মাধ্যমে বাধ্য করা হয়েছিল ১৯৯৬ সালে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। একইভাবে যদি সমঝোতায় না আসেন তাহলে এই গণবিস্ফোরণের মাধ্যমে আপনাদের বাধ্য করা হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে ব্যারিস্টার মওদুর আহমদ বলেন, নির্বাচনের ৯০ দিন আগে অবশ্যই সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। আর এসব করা হলেই জাতীয় নির্বাচন সব দলের কাছে গ্রহণযোগ্য হবে। বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে তাঁর অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তখন নির্বাচন কমিশনও স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করতে পারবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর