September 8, 2024, 6:39 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

চট্টগ্রামে ঘুষের টাকাসহ গ্রেফতার সিটি করপোরেশন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

চট্টগ্রামে ঘুষের টাকাসহ গ্রেফতার সিটি করপোরেশন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সেই কর্মকর্তার বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২ এর ভারপ্রাপ্ত উপ-কর কর্মকর্তা আলী আকবরের বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। তিনি বলেন, তদন্তে ঘুষ গ্রহণের অভিযোগটি প্রতিষ্ঠিত হওয়ায় কমিশন আসামির বিরুদ্ধে দ-বিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে। শিগগিরই এই অভিযোপত্র আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রনব। গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট সিটি করপোরেশ সার্কেল-২ কার্যালয় থেকে ঘুষের ২০ হাজার টাকাসহ আলী আকবরকে গ্রেফতার করে ওই দিনই নগরীর চান্দগাঁও থানায় মামলা করে দুদক। সিটি করপোরেশনের ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, চান্দগাঁও থানার রূপালী আবাসিক এলাকার মো. হানিফ নামের এক ব্যক্তি একটি ভবন ক্রয় করেন। আর ভবন দেখাশোনার দায়িত্বে ছিলেন জামাল উদ্দিন নামে এক ব্যক্তি। জামাল উদ্দিন ভবনটির হোল্ডিং নম্বর পরিবর্তনের জন্য আলী আকবরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ‘৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ২০ হাজার টাকায় রফা হয়। ঘুষের ওই টাকা গ্রহনের সময় তাকে গ্রেফতার করা হয়। সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে করা মামলাটি তদন্ত করেছেন দুদকের সহকারী পরিচালক জাফর আহমেদ।

Share Button

     এ জাতীয় আরো খবর