December 26, 2024, 8:34 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

ছাড়পত্র পেয়েছে ‘হৈমন্তী’

ছাড়পত্র পেয়েছে ‘হৈমন্তী’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বাংলাদেশে এসে পশ্চিমবঙ্গের অনেক অভিনেতা-অভিনেত্রীরা এখন কাজ করছেন। ভারতের স্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মা’-তে ঝিলিক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিথি বসু। গত বছরের শেষদিকে তিনি কলকাতা থেকে ঢাকায় এসে ‘হৈমন্তী’ নামের একটি ছবিতে কাজ শুরু করেন। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে গতকাল জানান ছবির পরিচালক ডায়েল রহমান। তিনি বলেন, ছবিটি সেন্সর ছাড়পত্র পাওয়াতে আমি অনেক আনন্দিত। এ ছবির মোট দৈর্ঘ্য ১ ঘণ্টা ৪১ মিনিট।

ছবিটি আরো আগে মুক্তি দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। রবীন্দ্রনাথের ‘হৈমন্তী’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছি। এখন একটু সময় হাতে নিয়ে ছবিটি সামনে ভালো কোনো তারিখে মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। আশা করি, বাংলাদেশের দর্শক ছবিটি উপভোগ করবেন। রাইসা ফিল্মের প্রযোজনায় এ ছবির চিত্রনাট্য করেছেন ডায়েল রহমান। ছবিতে আরো সকাল রাজ, কাজী উজ্জ্বল, দীপক,

আবদুল রহমান কাদিরিসহ আরো অনেকে। পরিচালক খুব দ্রুত ছবিটি মুক্তি দিয়ে নতুন আরেকটি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। শিহাব রিপনের সংগীত পরিচালনায় এ ছবিতে তিনটি গান থাকছে। প্রসঙ্গত, তিথি বসু এর আগে ভারতে প্রসেনজিতের সঙ্গে ‘বন্ধু’, মিঠুন চক্রবর্তীর বিপরীতে ‘মহাগুরু’, তাপস পালের সঙ্গে ‘ঢাকী’, ‘প্রিয়তমা’ ও ‘এরই নাম প্রেম’ ছবিতে অভিনয় করেন। এবারই প্রথম তার ছবি বাংলাদেশে মুক্তি পাবে। ছবিতে হৈমন্তী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন তিথি।

Share Button

     এ জাতীয় আরো খবর