January 16, 2025, 11:20 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

সিলেটে নৌকাকে বিজয়ী করে জনগণ দুর্নীতিবাজদের রুখে দেবে: হানিফ

সিলেটে নৌকাকে বিজয়ী করে জনগণ দুর্নীতিবাজদের রুখে দেবে: হানিফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। তিনি বলেন, এখন জনগণ উন্নয়ন ও অগ্রগতির পক্ষে। তাই খুলনা এবং গাজীপুরের মতো সিলেটে নৌকাকে বিজয়ী করে জনগণ দুর্নীতিবাজদের রুখে দেবে। গতকাল বুধবার সিলেটের দক্ষিণ সুরমার চ-িপুলে অবস্থিত একটি সেন্টারে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০১৩ সালে সিসিক নির্বাচনে কামরানের (আওয়ামী লীগ প্রার্থী) পরাজয় ছিলো ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র আমাদের দলের মধ্যে অনৈক্য কাজ করেছে। ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন সিলেটের নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। তা ধরে রাখতে হবে। হানিফ বলেন, আওয়ামী লীগ একটানা সাড়ে ৯ বছর ক্ষমতায় থেকে দেশকে কোথায় নিয়ে গেছে। এই বাংলাদেশ ছিলো হতাশার রাষ্ট্র। বিএনপি তথা চার দলীয় জোটের তাদের দুর্নীতিতে বিশ্বের সেরা খেতাব পেয়েছিলো বাংলাদেশ। দেশকে সন্ত্রাসের চারণভূমি বানিয়েছিল তারা। বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠনকে অস্ত্র দিয়ে দেশে সন্ত্রাস লালন করেছে। সন্ত্রাসী রাষ্ট্রের তালিকায় ছিলো বাংলাদেশের নাম। অন্ধকারে তলিয়ে গিয়েছিলো দেশ। সেই অন্ধকার থেকে দেশকে টেনে তুলেছেন শেখ হাসিনা। যে বাংলাদেশকে নিয়ে বিদেশিরা হতাশা প্রকাশ করতেন। সাড়ে ৯ বছরের এই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী জাফর সাদেক কয়েস, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, সাধারণ সম্পাদক আছমা কামরান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামিম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নাজিরা বেগম শিলা, মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাছিত রুম্মান। সেই সঙ্গে জেলা ও মহানগর আওয়ামী লীগ, উপজেলা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় সিসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। হানিফ এ কমিটির ঘোষণা দেন। কমিটিতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু নসর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি লুৎফুর রহমান এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সব সদস্যদের এই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর