October 18, 2024, 10:09 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

কণার তিন গান

কণার তিন গান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অডিও, পেস্নব্যাক, জিঙ্গেল, বিদেশ সফর এবং স্টেজ শোতে স্বমহিমায় শ্রোতাদের গ্রহণযোগ্যতার ধারাবাহিকতা ধরে রেখেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। অডিও বাজারের অস্থির সময়েও পেস্নব্যাক, অডিও-ভিডিও গান নিয়মিত প্রকাশ করছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিন গানের (ইপি) অ্যালবামের কাজ শুরম্ন করেছেন তিনি। তিন গানের এই অ্যালবামটির সুর করছেন মিনার রহমান। সংগীতায়োজন করছেন রেজওয়ান শেখ। ইতোমধ্যে ‘আমি আবার স্বপ্ন হতে চাই’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন কণা। এতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন মিনার। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। প্রসঙ্গত, এ অ্যালবামের তিনটি গানের মধ্যে দুটি একক এবং একটি দ্বৈতগান থাকছে। এটি প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাডবক্স থেকে প্রকাশিত হচ্ছে বলে কণা জানিয়েছেন।

এদিকে কণা সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের গানের কণ্ঠ দিয়েছেন। গানটির দুটি লাইন হচ্ছে- ‘আজ মন দিশেহারা/লাগাম ছাড়া/চাই হারাতে/…ছুটে যায় তোমার পানে/মায়ার টানে/হাত বাড়াতে’। এতে কণার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বেলাল খান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন রবিন ইসলাম। গানটি শাহেদ চৌধুরী পরিচালিত ‘কবে হবে দেখা’ শীর্ষক ছবিতে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া চলতি সপ্তাহে সিডি চয়েস থেকে প্রকাশিত হচ্ছে কণার নতুন লিরিক্যাল ভিডিও গান। এর শিরোনাম- ‘উড়ি উড়ি মনটা আমার ঘুড়ি হতে চাই’। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর করেছেন মোহাম্মদ মিলন।

এ ছাড়াও সামনে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি স্টেজ শোতে কণার গান গাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২৬ অক্টোবর সিলেটে এবং নভেম্বরের প্রথম (সময় চূড়ান্ত্ম না) সপ্তাহে ঢাকায় বঙ্গবন্ধু আন্ত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতাবেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর