December 26, 2024, 7:57 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

নেতিবাচক চরিত্রেই আনন্দ শতাব্দীর

নেতিবাচক চরিত্রেই আনন্দ শতাব্দীর

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। এটি মুক্তির পর থেকে চারদিকে আলোচনার ঝড় ওঠে। এখনও দেশের ৪৫টি প্রেক্ষাগৃহে ছবি চলছে। এ ছবিতে গোয়েন্দা বিভাগের এডিসি সাজেদুল চরিত্রে অনবদ্য অভিনয় করেন শতাব্দী ওয়াদুদ। মঞ্চ থেকে ওঠে আসা এই অভিনেতা এর আগে ‘গেরিলা’ (২০১১), ‘জীবনঢুলী’ (২০১৪), ‘বাপজানের বায়োস্কোপ’ (২০১৫) ছবিতে নিজের অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন। সবশেষ গোয়েন্দা বিভাগের এডিসি সাজেদুল চরিত্রেও তার অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে।

তার সংলাপ, অপারেশন নিয়ে অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, সবকিছু দর্শকরা বেশ পছন্দ করেছেন। তবে ব্যক্তিগতভাবে কী ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন এই অভিনেতা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা অ্যাটাক’ ছবিতে এডিসি সাজেদুল চরিত্রটি দর্শক বেশ পছন্দ করেছেন। আমি একজন অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রেই কাজ করতে চাই। তবে নেতিবাচক চরিত্রে কাজ করতে বেশি মজা লাগে। কারণ, সেখানে অভিব্যক্তির সুযোগ থাকে বেশি। আর দশটা ভালো ছবিতে কাজ করতে চাই। যেগুলো আমি মারা যাওয়ার পরও পৃথিবীতে থাকবে। আমার পরের প্রজন্ম যেন আমাকে নিয়ে কথা বলে এমন সব চরিত্রে কাজ করার ইচ্ছে আছে। সামনে শতাব্দী ওয়াদুদ অভিনীত দুটি ছবি মুক্তি পাবে। ছবি দুটি হচ্ছে ‘রাগী’ ও ‘দাগ’। দুটি ছবিতেই নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী। মঞ্চ থেকে টেলিভিশন এবং তারপর যাত্রা করেছেন বড় পর্দায়। সব মাধ্যমেই দক্ষ অভিনয়ের মধ্যদিয়ে দর্শকের মন জয় করতে চান এই অভিনেতা।

Share Button

     এ জাতীয় আরো খবর