January 16, 2025, 11:07 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

দেশে জনগণের সরকার নেই, তাই সর্বক্ষেত্রে নৈরাজ্য: মোশাররফ

দেশে জনগণের সরকার নেই, তাই সর্বক্ষেত্রে নৈরাজ্য: মোশাররফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দেশে জনগণের সরকার না থাকার কারণে সব ক্ষেত্রে নৈরাজ্য বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল শনিবার  কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে তুজারভাংগা কিন্ডারগার্টেন স্কুল মাঠে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত পৌর ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হানের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পরিবহন সেক্টরে আজ চরম নৈরাজ্য ও অরাজকতা বিরাজ করছে। দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার অন্যতম কারণ পরিবহন সেক্টরের এই নৈরাজ্য।’ সরকার জনগণের নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দেশে জনগণের সরকার নেই, তাই সর্বক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। কোথাও কোনও জবাবদিহিতা নেই, নিয়ন্ত্রণ নেই। সরকারের নির্দেশনা কেউ মানছে না, যে যার ইচ্ছেমতো কাজ করছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘জনগণের নিরাপদ ও শান্তিপূর্ণ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলন করছে এবং সমাধানের রূপরেখা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এই বিষয়ে সরকার কার্যকর ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের পরিবহনমন্ত্রী মিডিয়ার সামনে প্রায়শই কাব্যিক কথামালা দিয়ে সাফল্যের ফুলঝুড়ি প্রকাশ করছেন। প্রকৃতপক্ষে তিনি পরিবহন সেক্টরে নৈরাজ্য, অরাজকতা ও সড়ক দুর্ঘটনা রোধে কিছুই করতে পারেননি।’

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সভাপতি একেএম সামসুল হক, দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী, সহ-সভাপতি নুর মোহাম্মদ সেলিম সরকার, সাধারণ সম্পাদক নুরুল আমিন নাঈম সরকার, চেয়ারম্যান মজিবুর রহমান, দাউদকান্দি পৌর কাউন্সিলর মোস্তাক মিয়া, সালাহ উদ্দিন সরকার ও খন্দকার সুমন, বিএনপি নেতা ফারুক আহমেদ রিপন, কাউসার আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদল সভাপতি সাহাবুদ্দিন ভুঁইয়া, যুবদল নেতা বাবুল মোল্লা, শরিফ চৌধুরী, কামরুজ্জামান ফকির, ওলামা দল নেতা মাওলানা আবদুল লতিফ, ছাত্রদল নেতা আল-আমিন সরকার, আসাদুজ্জামান লিমন, আবদুল বাসেদ, মহিলাদল নেত্রী ফরিদা ইয়াসমিন ও আইরিন সরকার প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর