ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান বিএনপি নেতারা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ চেয়ে আবেদন করেছেন বিএনপি মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান। তিনি বলেন, ঈদের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। এখন জানি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি করবেন। ঈদের দিন সকালে জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জেল গেটে যাবেন। ঈদের দিনে দলের কর্মসূচি জানাতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা প্রত্যেকে বেদনার্ত, আমরা মনের মধ্যে কষ্ট। যাকে কেন্দ্র করে ঈদের সর্বস্তরের মানুষের সাথে, বিদেশি কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হতো, সেটা হবে না। দেশনেত্রীকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। … আমাদের নেতা-কর্মীরা অনেকেই বলেছেন যে নেত্রীর প্রতি মনের টানে তারা জেল গেটে যাবেন। তবে সুনির্দিষ্টভাবে আমাদের ঈদের দিন কোনো কর্মসূচি নাই। প্রতিবছরই খালেদা জিয়া ঈদের দিন সকালে শেরে বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক, গণমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতেন। তবে ঈদের দিন খালেদা জিয়ার আত্বীয়-স্বজনরা কারাবিধি অনুযায়ীই সাক্ষাতের সুযোগ পাবেন। তারা সকালেই কারাগারে যাবেন বলে জানা গেছে। এদিকে, ঈদের ঘরমুখী মানুষ দুর্ভোগ পেলেও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ‘মিথ্যা কোরাস’ গাইছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ঈদে বাড়ীমুখী যাত্রীদের দুর্ভোগ নিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন, রাস্তা-ঘাটে কোনো যানজট নেই, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষের দুর্ভোগের সীমা নেই, খানাখন্দে ভরপুর রাস্তা-ঘাটে বৃষ্টির পানি, কাদায় লুটোপুটি খাচ্ছে ঈদে ঘরমুখী মানুষজন। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-উত্তরাঞ্চল, ঢাকা-ময়মনসিংহসহ সব সড়ক-মহাসড়কে দীর্ঘ যানজটে পড়ে মানুষকে সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। শুধুমাত্র টঙ্গি-জয়দেবপুর পার হতেই লাগছে ৫ থেকে ১০ ঘন্টা সময়। খানাখন্দে ভরা সড়কের কারণে অর্ধেকের বেশি মানুষ এই ঈদে বাড়ি যায়নি দাবি করে রিজভী বলেন, বেশিরভাগ লোক ঝুঁকছে ট্রেনের দিকে। সেখানেও দুর্ভোগের সীমা নেই, সিডিউল বিপর্য্য় আর যাত্রীদের ভিড়। জীবনের চরম ঝুঁকি নিয়ে বাঁদুরঝোলা ঝুলে বাড়ি যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মানুষ। আর সেতুমন্ত্রী মিথ্যা কোরাস গাইছেন, মানুষের মন ভোলাতে চাইছেন। তার বক্তব্য জনগণের সঙ্গে ইয়ার্কি-ঠাট্টা ছাড়া আর কিছুই নয়। সড়ক ও সেতুমন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি। ঈদের আগে নাটোরের ছাত্র দলের সভাপতি ভিডি তুষার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি জামিনে মুক্তির পর কারাফটক থেকে পুনরায় তাদের গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আবেদ রাজা, হাফেজ আবদুল মালেক, শাহ মো নেছারুল হক উপস্থিত ছিলেন।