কিটি হকের উডুক্কুযান
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
যাত্রী নিয়ে আকাশে উড়বে এমন যান উন্মোচন করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কিটি হক। উড়ুক্কু যানকে মানুষের ‘দৈনন্দিন জীবনের অংশ’ করার লক্ষ্যে ‘ফ্লাইয়ার’ নামের এই যানটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
কিটি হক প্রধান সেবাস্টিয়ান থ্রুন বলেন, ফ্লাইয়ার ‘ওড়ানো সহজ’ এবং এটি বিনোদনমূলক কাজের জন্য নিখুঁত। এর আগে গুগল এক্স-এর প্রতিষ্ঠাতা ছিলেন থ্রুন, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিররের প্রতিবেদনে।
ছোট এই উডুক্কুযানটির পাখার বিস্তৃতি ৮ঢ১৩ ইঞ্চি। মাত্র একজন ব্যক্তিকে উড়িয়ে নিয়ে যেতে পারবে এটি।
গতি এবং সর্বোচ্চ উচ্চতার দিক থেকে কিছুটা কম আকর্ষণীয় হতে পারে ফ্লাইয়ার। তিন মিটার উচ্চতায় ঘন্টায় সর্বোচ্চ ২০ মাইল বেগে উড়তে পারে উডুক্কুযানটি।
নতুন এই উডুক্কুযানটির সবচেয়ে আকর্ষণীয় দিক বলা হচ্ছে এটি অত্যন্ত নিঃশব্দে চলে।
প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিটি হক জানায়, “সম্পূর্ণ বৈদ্যুতিক মোটর থেকে চালিকা শক্তি পায় ফ্লাইয়ার, যা যেকোনো জীবাশ্ম জ¦ালানী চালিত উডুক্কুযানের চেয়ে নিঃশব্দে চলে।”
“ফ্লাইয়ার যখন আকাশে থাকে দূরত্বের ওপর নির্ভর করে ঘাস কাটার যন্ত্র (৫০ ফুট) বা জোড়ে কথোপকথনের (২৫০ ফুট) মতো শব্দ করে।”
প্রতিষ্ঠানটি আরও জানায় গ্রাহক চাইলে এখনই কিনতে পারবেন ফ্লাইয়ার। তবে এটির বাজার মূল্য এখনও নিশ্চিত করে বলা হয়নি।