খালেদাকে ইউনাইটেডে নিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে বিএনপির স্মারকলিপি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার ঢাকা ছাড়াও প্রত্যেকটি জেলায় স্থানীয় নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। সকাল ১১টায় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এই স্মারকলিপি দেন। জেলা সহ সভাপতি তমিজউদ্দিন মাস্টার ও জেলা মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমীনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সালাম আজাদ সাংবাদিকদের বলেন, সরকার আজীবন ক্ষমতায় থাকতে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে কারাগারে আটকিয়ে রেখেছে। আমরা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছি। আমরা সরকারকে বলে দিতে চাই, দেশনেত্রীর কিছু হলে এর দায়-দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।