October 6, 2024, 4:22 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

ভিন্ন সাজে জায়েদ-পরী

ভিন্ন সাজে জায়েদ-পরী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছবির নাম ‘অন্তর জ¦ালা’। পরিচালনা করেছেন মালেক আফসারী। গত মার্চে সেন্সরে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ছবিটি। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এ ছবিতে তাদের দুজনকে ভিন্ন সাজে দেখবেন দর্শকরা। অন্যসব ছবি থেকে ভিন্ন দুটি চরিত্রে অভিনয় করেছেন তারা।

ছবিটি নিয়ে অভিনেতা জায়েদ খান বলেন, এটি নিয়ে আমার প্রত্যাশা অনেক। আমাদের মান্না ভাইয়ের জীবনের অংশবিশেষ ও তার একজন ভক্তের জীবনকাহিনী নিয়ে গড়ে উঠেছে এ ছবির গল্প। ছবিতে আমার চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আফসারী ভাই আমাকে ভিন্নভাবে পর্দায় উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমিও কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। পিরোজপুর, মংলাবন্দরসহ

বেশকিছু লোকেশনে এ ছবির কাজ হয়েছে। পরীমনি বলেন, মালেক আফসারীর ছবিতে কাজ করার স্বপ্ন ছিল আমার। সেটি পূরণ হয়েছে। এ ছবির গল্পটিও চমৎকার। আর আমার চরিত্রটাও ভিন্ন রকম। সবকিছু মিলিয়ে এ ছবি নিয়ে আমি আশাবাদী। ছবিতে প্রয়াত নায়ক মান্না অভিনীত বেশ কিছু ছবির ফুটেজও দেখানো হবে। এর মধ্য দিয়ে প্রয়াত নায়ক মান্নাকে সম্মান জানাতে চেয়েছেন পরিচালক মালেক আফসারী। ‘অন্তর জ¦ালা’য় আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহানা জলি, বড়দা মিঠু প্রমুখ। ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মালেক আফসারী বলেন, বেশ চ্যালেঞ্জ নিয়ে ছবির কাজটি করেছি। ১৫ই ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। বাংলাদেশের প্রতিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্তর জ¦ালা’। আশা করি, অতীতের সব রেকর্ড ভেঙে আসব আমি। বাংলাদেশের ছবির বিজয় হবে বিজয় মাসে।

Share Button

     এ জাতীয় আরো খবর