January 15, 2025, 5:15 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেশে ফিরেছেন খালেদা জিয়া

দেশে ফিরেছেন খালেদা জিয়া

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এদিকে বাইরে বিএনপি নেতাকর্মীদের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কে দেখা দেয় যানজট গত ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া সেখানে বড় ছেলে তারেক রহমানের বাড়িতে পরিবারের অন্যান্যের সঙ্গে কোরবানির ঈদ করেন তিনি চোখ হাঁটুর চিকিৎসা নিতে খালেদার এবারের সফরের কথা বিএনপি বললেও আওয়ামী লীগের নেতারা তার এই সফরের অন্য উদ্দেশ্য রয়েছে বলে দাবি করছিলেন তার ফেরা নিয়ে সন্দেহের কথাও বলছিলেন ক্ষমতাসীন দলের নেতারা; যদিও বিএনপি নেতারা আওয়ামী লীগ নেতাদের বক্তব্যকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে আসছেন খালেদা জিয়া বিদেশে থাকার মধ্যেই নাশকতা মানহানির তিন মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে; যার পেছনে সরকারের হাত রয়েছে বলে বিএনপি নেতাদের দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ একদিন আগেই জানান, আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে ফিরছেন খালেদা জিয়া, বৃহস্পতিবার আদালতে গিয়ে জামিনও নেবেন তিনি খালেদা জিয়া বিমানবন্দরে নামার পর গাড়িতে করে সরাসরি গুলশানে তার বাড়ির পথে রওনা হন তার সঙ্গে ছিলেন তার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার গৃহকর্মী ফাতেমা আখতার সাবেক প্রধানমন্ত্রী খালেদা উড়োজাহাজ থেকে নামার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ তাকে শুভেচ্ছা জানান তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিআইপি লাউঞ্জে পুলিশ জ্যেষ্ঠ অন্য নেতাদের ঢুকতে না দেওয়ায় তারা বিমানবন্দর মসজিদের কাছে সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গাড়িতে থাকা খালেদাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী জ্যেষ্ঠ নেতাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল মান্নান, মীর নাসির, খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, রুহুল আলম চৌধুরী, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, আবদুস সালাম, লুৎফর রহমান খান আজাদ, রুহুল কবির রিজভী, মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, নজরুল ইসলাম মঞ্জু, বিলকিস জাহান শিরিন, সানাউল্লাহ মিয়া, হাবিবুল ইসলাম হাবিব, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, মাসুদ আহমেদ তালুকদার, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, অঙ্গসংগঠনের আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রাজীব আহসান, আকরামুল হাসান, আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, হেলাল খান, শায়রুল কবির খান, শাহরিয়ার ইসলাম প্রমুখ বিমানবন্দর থেকে বনানী কাকলী পর্যন্ত সড়কে দুই পাশে বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়ে দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানান এইসব স্থানে রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশালের সাবেক এমপি জহিরউদ্দিন স্বপন, সিলেটের সাবেক এমপি দিলদার হোসেন সেলিম তাদের সমর্থকদের নিয়ে সড়কের পাশে দাঁড়ান তাদের হাতের ব্যানারে খালেদা জিয়াকেমাদার অব ডেমোক্রেসি অভিহিত করা হয় এদিকে খালেদা জিয়ার ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল পুলিশ বিমান বন্দরের ভেতরে আর্মড পুলিশের অতিরিক্ত সদস্য ছিল, বাইরেও মোতায়েন ছিল পুলিশ সদস্য বিমানবন্দরে সামনে দুটি জলকামান, প্রিজন ভ্যানও ছিল মওদুদ মির্জা আব্বাস অভিযোগ করেছেন, পুলিশ বিএনপি নেতাকর্মীদের সড়কের পাশে দাঁড়াতে বাধা দিয়েছে মওদুদ সাংবাদিকদের বলেন, আমাদের নেত্রী দেশে ফিরবেন বলে দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছে অথচ দেখেন, পুলিশ কতভাবে তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ সড়কে গণপরিবহনও বন্ধ করে দিয়েছে, যাতে আমাদের কর্মীসমর্থকরা না আসতে পারে মির্জা আব্বাস বলেন, তারপরও ব্যাপক মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ দেশনেত্রীর আগমনে শুভেচ্ছা জানাতে প্রস্তুত মওদুদ বলেন, আমাদের নেত্রীর বিরুদ্ধে সরকার রাজনৈতিক মনোভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে গ্রেফতারি পরোয়ানাকে তিনি ভয় পান না আমাদের নেত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি আদালতে গিয়ে জামিন নেবেন

যানজটের দুর্ভোগ: খালেদা জিয়ার ফেরায় যানজটের দুর্ভোগে পড়ে নগরবাসী ঢাকার বিমানবন্দর সড়কে গতকাল বুধবার দুপুরের পর থেকে যানজটে এমন নাকাল হতে হয়েছে ওই পথে চলাচলকারী সবাইকে ১১ দিন আগে এই সড়কে যানজটে নাকাল হতে হয়েছিল ঢাকার বাসিন্দাদের; সেদিন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের গণসংবর্ধনা দেওয়ার কারণে গতকাল বুধবার নগরবাসীকে একই অভিজ্ঞতা নিতে হল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে তার দলের নেতাকর্মীদের তৎপরতার কারণে চিকিৎসার জন্য তিন মাস লন্ডনে থাকা খালেদা জিয়া গতকাল বুধবার বিকাল সোয়া ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরে নামেন সেখান থেকে গাড়িতে সরাসরি গুলশানের বাড়িতে যান তিনি বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি না রাখলেও দল সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বনানীর কাকলী পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে শুভেচ্ছা জানান মাদার অব ডেমক্রেসি লেখা ব্যানারফেস্টুন হাতে দাঁড়ানো এই নেতাকর্মীরা পাশ থেকে সড়কে উঠে আসায় যান চলাচল হয় বিঘিœ তাদের মোটর সাইকেল শোভাযাত্রাও চলাচলে প্রভাব ফেলে খালেদা জিয়া বিকাল সোয়া ৫টায় নামলেও দুপুরের পর থেকে বিএনপি নেতাকর্মীরা সড়কের অবস্থান নিতে শুরু করলে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ বেলা ৩টার দিকে বলেন, এরই মধ্যে উত্তরা এলাকায় কয়েক হাজার নেতাকর্মী চলে এসেছে উত্তরা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় বিমানবন্দরের গোলচত্বরের আশপাশে বিমানবন্দরের ভেতরে ঢুকতে না পেরে তারা বাইরেই অবস্থান নেন খালেদা জিয়ার ফেরাকে কেন্দ্র করে পুলিশের বাড়তি নিরাপত্তার বন্দোবস্তে মহাসড়ক থেকে বিমানবন্দরে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়া হলে বিমানযাত্রী তাদের স্বজনদের হয়রানিতে পড়তে হয় বিকাল ৪টা থেকে বিমানবন্দরের সামনের সড়কে যান চলাচল বিঘিœ হতে থাকে বলে সেখানে থাকা প্রতিবেদক ফয়সাল আতিক জানান তিনি বলেন, সড়কে পূর্ব পাশে অবস্থান নেওয়া বিএনপির কর্মীসমর্থকরা ফুটপাথে অবস্থান নিলেও বিকাল সাড়ে ৪টার পর তারা মূল রাস্তায় নেমে এসে মিছিল করতে থাকে বিমানবন্দরের সামনে গোলচত্বর থেকে কাওলা পর্যন্ত রাস্তায় মিছিল করে তারা এতে বনানীমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় অন্যদিকে উত্তরামুখী যানবাহন বিমানবন্দর গোলচত্বর অতিক্রম করতে না পারায় সড়কের পশ্চিম পাশে গাড়ির দীর্ঘ লাইন কুড়িল বিশ্বরোড ছাড়িয়ে যায় খিলক্ষেত, নিকুঞ্জ, শাওড়া, কাকলী মোড় পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাস্তার পূর্ব পাশে অবস্থান নিয়ে ছিলেন কয়েকটি স্থানে বাদক দলও ছিল বিএনপি নেতা মওদুদ আহমদ অভিযোগ করেন, পুলিশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের অবস্থান নিতে বাধা দিয়েছে তিনি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, আমাদের নেত্রী দেশে ফিরবেন বলে দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছে অথচ দেখেন, পুলিশ কতভাবে তাদেরকে বাধা দিচ্ছে পুলিশ সড়কে গণপরিবহনও বন্ধ করে দিয়েছে, যাতে আমাদের কর্মীসমর্থকরা না আসতে পারে যানজটের সময় পুলিশ পিকআপ ভ্যান নিয়ে মাইকিং করছিল, যাতে রাস্তায় গাড়ি চলাচল আটকে না যায় পুলিশের পক্ষ থেকে যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধ করা হচ্ছিল; নইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় তবে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি খালেদা জিয়া গুলশানের বাড়িতে ঢোকার পরও সাড়ে ৬টার দিকে বিমানবন্দর সড়কে যানজট লেগে ছিল

Share Button

     এ জাতীয় আরো খবর