January 9, 2025, 10:28 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

আগামী নির্বাচনে জনগণ লালকার্ড দেখাবে দেশের সম্পদ ধ্বংসকারীদের – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

শাহ এ এস  তানভীর আলম বিশেষ প্রতিনিধিঃ

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি জ্বালাও-পোড়াও কর্মসূচি পালন করেছে। দেশের সম্পদ ধবংস করেছে। এ জন্য আগামী নির্বাচনে দেশের জনগণ তাদের লাল কার্ড দেখাবে। গতকাল রবিবার মহীপুর কলোনী মাঠে শেরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় তিনি আরো বলেন, ক্ষমতায় যেতে হলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। কারণ ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। তিনি বলেন, আমরা আর খালি মাঠে গোল দিতে চাই না। আগামী ডিসেম্বরের নির্বাচনে ফাইনাল খেলা হবে, সাহস থাকলে মাঠে আসুন।

বিএনপি নেতাদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠাইনি। তিনি জেলে গেছেন আদালতের মাধ্যমে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে জেল থেকে মুক্ত করার একমাত্র উপায়। তিনি বলেন, প্রায় তিন মাস যাবত  বিএনপি নেত্রী জেলে আছে, অথচ বিএনপির নেতারা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়, নাকে তেল দিয়ে ঘুমায়। পল্টনে দলীয় কার্যালয়ে এসি রুমে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দায়সারা রাজনীতি করেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর