কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৩ যাত্রীর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মো. ইব্রাহিম জানান, গতকাল মঙ্গলবার বেলা ১২টায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর শ্রীনিবাস এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের মনসুর আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু তাহের(৫২)। তিনি এক্সিম ব্যাংকের মনোহরপুর শাখার নিরাপত্তাকর্মী ছিলেন। তাৎক্ষণিকভাবে অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। সার্জেন্ট ইব্রাহিম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা একপ্রেস ওই রেলক্রসিংয়ে এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত হন আরও দুইজন। আহতরা একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন কুমিল্লা সদর হাসপাতালে মারা যান বলে তিনি জানান। লাকসাম রেলওয়ের ইনচার্জ স্বপন কান্তি বড়ুয়া বলেন, মাইক্রোবাসটি রেললাইনে থাকার সময় ট্রেন তাকে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়। ওই ক্রসিংয়ে রেলওয়ে কোনো লোকবল নিয়োগ দেয়নি বলে তিনি জানান। ক্রসিংটি সম্পর্কে রেল কর্তৃপক্ষ অবগত কি না সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু বলেন, কুমিল্লা–বরুড়া সড়কের যাত্রীরা ক্রসিংটি বিকল্প হিসেবে নিজ দায়িত্বে ব্যবহার করেন। এখানে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো লোক নিয়োগ দেয়নি।