January 7, 2025, 3:30 pm

সংবাদ শিরোনাম
সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক নীলফামারী কারাগারে হাজতির মৃত্যু কমলগঞ্জে পৈতৃক সম্পদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২ পীরগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপি’র কম্বল বিতরণ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে শীত বস্ত্র বিতরন

বগুড়ার তালোড়া পৌরসভায় নৌকার মাঝী বকুল, জলিলেই ভরসা বি এন পির

আরিফুর রহমান , বিশেষ প্রতিনিধিঃ

আগামী ১৫ ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তালোড়া পৌরসভা নির্বাচন। ইতি মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচারণা। তালোড়ার হাট বাজার,

রাস্তা ঘাট সবজায়গায় চলছে বিগত জনপ্রতিনিধিদের কাজের চুল চেরা বিশ্লেষন।

কে ভালো আর কে খারাপ সেই আলোচনাও এখন বেশ শোনা যাচ্ছে।জাতীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় তালোরা পৌরসভায় এবারনির্বাচনে দলীয় প্রতীক নৌকা ও ধানের শীষ থাকছে। তাই অনেকটা আমেজওঅন্যরকম। বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মেয়র পদের জন্য মনোনয়ন পেয়েছেন তালোড়া পৌর আওামীলীগ এরসভাপতি আমিরুল ইসলামবকুল।অন্যদিকে বি এন পি ভরসা রেখেছে পৌর বি এন পির সাধারন সম্পাদক ওবর্তমান মেয়র জনাব আব্দুল জলিল খন্দকারের উপর।

আব্দুল জলিল গত নির্বাচনেরসময় বরিশাল কারাগারে বন্দি ছিলেন কিন্তু তারপরেও তিনি নির্বাচিত হয়েছেন। এবার আসা যাক তালোড়ার বর্তমান পরিস্থিতির উপর। সরেজমিনে তালোড়াবাসীর সাথে আলাপকালে জানা যায়, বর্তমান মেয়র ৫ বছরের মধ্যে সময় পেয়েছেন তিন বছর। জেলও রাজনৈতিক মামলা হামলার কারনে ঠিকমত এলাকায় সময় দিতে পারেননি। তবে এরমাঝে পরবর্তী তিন বছরে তিনি প্রায় ১৪ কোটি টাকার বরাদ্দ বিভিন্ন তদবিরেপেয়েছেন যা, যোগাযোগ, ড্রেন ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থার জন্য কাজেলাগিয়েছেন। প্রায় প্রতিটা রাস্তাই নামকরন করেছেন বীর মুক্তিযোদ্ধাদেরনামে। ২০১৩ সালের নির্বাচনে তিনি প্রায় চৌদ্দ হাজারের বেশি ভোট পেয়ে জয়ীহয়েছিলেন। তার সাথে সাক্ষাতে তিনি বলেন, আমার কাজ আমি করেছি। জনগন বিচারকরে এলাকার স্বার্থে যদি মনে করে যে আমি যোগ্য তাহলেই যেন আমাকে ভোট দেয়।অপরদিকে আওয়ামীলীগ এর প্রার্থী আমিরুল ইসলাম বকুল গত নির্বাচনে দ্বিতীয়অবস্থানে ছিলেন। তিনিও এলাকার জন্য কাজ করেছেন। তাছাড়া বর্তমান প্যানেলমেয়র ও  পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুন্সি সেলিম যাকেজনগন চেয়েছিল মেয়র প্রার্থী হিসেবে। তবে তিনি দলের বাইরে নির্বাচন করবেননা বিধায় কাউন্সিলর হিসেবেই এবার ১ নং ওয়ার্ড থেকে নির্বাচন করতে যাচ্ছেন তিনি।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর