January 3, 2025, 12:51 am

সংবাদ শিরোনাম
হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

নিরাপদ গাড়ি চালনার প্রচারণায় আনুশকা-বরুণ

অনলাইন ডেস্কঃ

নিরাপদ গাড়ি চালনা জোরদার করতে দিল্লীর ট্রাফিক পুলিশ এবার বলিউড তারকা আনুশকা-বরুন ধাওয়ানকে যুক্ত করছেন প্রচারণা বাড়াতে। ভিডিও বার্তার মাধ্যমে এই দুই তারকা জনগণকে নিরাপদ গাড়ি চালনায় উৎসাহিত করবেন। এরই মধ্যে তাদের দুইজনের ভিডিও বার্তা দিল্লীর চাঁদনী চক এবং শংকর মার্কেটে কঠোর নিরাপত্তার মধ্যে শুটিং করা হয়েছে। বর্তমানে এই দুই তারকার পরবর্তী ছবি ‘সুইধাগা-মেইড ইন ইন্ডিয়া’র শুটিং চলছে দিল্লীতেই।দিল্লীর ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন,’ নিরাপদ গাড়ি চালনা উন্নীত করতে আমরা আনুশকা-বরুনকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু তারা শক্ত শিডিউলের মধ্যে আছেন। অনুষ্ঠানের জন্য সময় বের করাটা তাদের পক্ষে বেশ কঠিন। আমরা তাই তাদের ভিডিও বার্তা রেকর্ড করেছি। শিগগীরই এই বার্তাগুলো টুইটারে আপলোড করা হবে।’প্রচারণামূলক এই ভিডিও বার্তায় আনুশকা শর্মা মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট পড়ার আহবান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি  বলেছেন, ‘দিল্লীর পুলিশ জনগণের নিরাপত্তার জন্য অনেক কিছু করছেন। প্রিয়জন এবং নিজের জন্য আপনার জীবন মূল্যবান। এ কারণে যখন আপনি মোটরসাইকেল চালাবেন নিরাপত্তার সঙ্গে চালানোর চেষ্টা করবেন এবং সব সময় হেলমেট ব্যবহার করবেন।’অভিনেতা বরুণও ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে নিরাপদ গাড়ি চালাতে উৎসাহিত করেছেন। দিল্লী ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ১হাজার ৫৪৮ টি মারাত্মক দুর্ঘটনা হয় দিল্লীর সড়কে। তাতে প্রাণ হারান ১ হাজার ৫৭১ জন। ২০১৭ সালে এ রকম ১ হাজার ৪৭৪ টি দুর্ঘটনা ঘটে। তাতে মারা যান ১ হাজার ৫০৫ জন ব্যক্তি। অন্যদিকে এই বছরের মার্চ পর্যন্ত ২৩৯ টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪৮ জন।

প্রাইভেট ডিটেকটিভ/৫এপ্রিল২০১৮/শ্রাবণ

Share Button

     এ জাতীয় আরো খবর