March 15, 2025, 8:47 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাট ক্ষেতলালে ওয়াকফ জমি নিয়ে ভাইকে ফাঁসাতে ‘ভাড়াটে বাদী’ দিয়ে মামলা প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার চকরিয়ায় হাইওয়ে পুলিশের জীপ খাদে পড়ে পুলিশ সদস্য নিহত, এসআইসহ আহত ৪ রোহিঙ্গাদের তৈরি শিল্পকর্ম দেখলেন জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দর ও খুরুশকুল পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে প্রধান উপদেষ্টা রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ গাইবান্ধার এলজিইডির প্রকৌশলী আটক শুক্রবারের সকালে যশোরে বাড়িতে ঢুকে ছিনতাই বাংলাদেশের নদীগুলো আজ অস্তিত্ব সংকটে – মোংলায় নদীকৃত্য দিবসে বক্তারা ঈদ বোনাস,২৫ ভাগ উৎপাদন বোনাসসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা লক্ষীটারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

খোরশেদ আলম সাগর,গংগাচড়া(রংপুর)প্রতিনিধিঃ
বৈষম্যের বিরুদ্ধে ন্যায়বিচারের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর গঙ্গাচড়া জিরো পয়েন্টে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিক্ষোভকারীরা জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার, “কসাই শাহবাগী লাকির” গ্রেপ্তার এবং আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের নিষিদ্ধ করার দাবি জানান। প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে গঙ্গাচড়া। আন্দোলনকারীরা বলেন, ন্যায়বিচারের অভাবে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডগুলো আজও বিচারহীন রয়ে গেছে, যা একটি স্বাধীন দেশের জন্য লজ্জার।

বিক্ষোভ শেষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে আছিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এ আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ মহাইমিনুল ইসলাম আহাদ, মেজবাহুল ইসলাম ফাহিম, শাহজালাল শ্রাবণ, নাহিদ, তারিকুল ইসলাম ও জীবন উপস্থিত ছিলেন। এছাড়াও নাগরিক কমিটির পক্ষ থেকে রিফাত চৌধুরী, জাহানুর ইসলাম, আব্দুল বারী, তৈয়ব আলী ও শহিদুল ইসলাম সংহতি প্রকাশ করেন।

শান্তিপূর্ণ এই কর্মসূচি স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আয়োজকদের দাবি, তারা ন্যায়বিচার আদায়ের লক্ষ্যে ভবিষ্যতেও আরও কঠোর কর্মসূচি পালন করবে।

Share Button

     এ জাতীয় আরো খবর