January 15, 2025, 11:53 pm

সংবাদ শিরোনাম
ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হিলিতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাস্তার পাশে পরে থাকা (৬০) উর্ধ অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে হিলি বাজার থেকে সিপি রোডে যাওয়ার পথে জনৈক হুমায়ন কবিরের ফাঁকা জায়গা পৌর শহরের মাষ্টার পাড়া এলাকা থেকে এই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সুজন মিঞা বলেন, গত তিন থেকে চার দিন যাবৎ এই অজ্ঞাত ব্যক্তি হিলি বাজার, রেলস্টেশন এবং আশ পাশের এলাকায় ঘুরিতেছিল। এতে স্থানীয়দের ধারণা মৃত ব্যক্তি একজন পাগল ছিলেন।

আজ দুপুরে পৌর শহরের মাষ্টার পাড়া এলাকায় জনৈক হুমায়ুন কবিরের ফাঁকা জায়গায় মৃত ব্যক্তি পরে কাতরাস ছিলো। ধারণা করা হয় তিনি যোহর এর নামাজের পরে মারা গেছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্হলে এসে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

যেহেতু মরদেহ শনাক্ত করা সম্ভব হয় নাই। তাই আমরা ইউডি মামলা করে পুলিশ ইনভেস্টকেশন অব পুলিশ (পিবিআই) এর দারা ফিংগার প্রিন্টের মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর