কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের এক সপ্তাহ পর পাঁঁচ জেলের জীবিত সন্ধান মিলেছে। বর্তমানে তারা মিয়ানমারের কোস্টগার্ড বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন নিখোঁজ জেলে হেলালের বাবা মোহাম্মদ উল্লাহ।রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে মোহাম্মদ উল্লাহ গণমাধ্যমকে এতথ্য জানাননিখোঁজ জেলেরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ার মৃত কবির আহমদের ছেলে আয়ুব (৪০), রহমত উল্লাহর ছেলে রফিক (২৫), মো. উল্লাহর ছেলে হেলাল (১৭), মো. আলীর ছেলে সাইফুল ইসলাম (১৭) ও মাথাভাঙার নাজির হোসেনের ছেলে আলম (৫০)।
মোহাম্মদ উল্লাহর ভাষ্যমতে, গত ১০ ডিসেম্বর রাতে মোহাম্মদ হেলালসহ পাঁচ জেলে ইঞ্জিনচালিত কাঠের ট্রলারে করে টেকনাফের নোয়াখালী ঘাট থেকে সাগরে মাছ ধরতে যান। তারা যাওয়ার পর পরদিন সকালে কল করে জানান, তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেছে। তখন তারা সাহায্য চাইলে কয়েকটি নৌকা সাগরে পাঠানো হয়। তবে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।