এম আর সজিব সুনামগঞ্জ:
সুস্থ দেহে সুন্দর মন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগমন, শান্তিগঞ্জ উপজেলার ব্র্যাক কর্তৃক আয়োজিত পাগলা বাজার শাখা অফিসের অধীনে ১৭ টি স্কুলের মধ্যে পুর্ব বীরগাঁও ইউনিয়নে ১১/১২/২০২৩ রোজ সোমবার সকাল ১০ টায় ৭ টি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বীরগাঁও পুর্ব পাড়ার মাঠে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার ও বীরগাঁও গ্রামের ইউপি সদস্য প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের দাওয়াত ছিলো কিন্তু বিভিন্ন কারণবশত তারা অনুষ্ঠানে থাকতে পারেননি, এক পর্যায়ে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয় যার মধ্যে ছিল, ১০০ মিটার দৌড়, বাস্কেট বল,বিস্কুট খেলা,মোরগ লড়াই,ও নৃত্য, এবং অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ব্র্যাক শাখার উপজেলা ম্যানেজার, আতোয়ার হোসেন,
একাউন্ট অফিসার সন্তোষ লাল দেব,প্রোগ্রাম অফিসার নুর মোহাম্মদ সানি,বীরগাঁও ইউপি সদস্য দিদারুল হক দিদার, বীরগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মনজিল আলী, এছাড়াও এলাকার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, সবশেষে ক্রীড়া প্রতিযোগিতার যারা বিজয়ী হয়েছেন তাদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।