January 15, 2025, 10:14 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি করে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ সদস্যের

বিশেষ প্রতিনিধি:

গত শনিবার ১৮ই নভেম্বর  রাঙামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য কনস্টেবল মো. মোতাহার হোসেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটায় । ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের ইনচার্জ এসআই কুতুব উদ্দিন। তিনি বলেন মোতাহার হাস্যোজ্জ্বল ছেলে। কী থেকে কী করে বসলো, বুঝতেছি না। এমনটা কল্পনাতেও ছিল না।
মোতাহার হোসেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে। গত কয়েকদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার বিবাদ চলছিলো বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায় শনিবার সন্ধ্যায় জাহিদ সরকার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে যুক্ত হন মোতাহার। লাইভ চলাকালীন নিজের বুকে নিজের অস্ত্র দিয়ে গুলি চালান। এ সময় নিজের কক্ষের দরজা বন্ধ করে রাখেন। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সহকর্মীরা জানিয়েছেন ১৯ মিনিটি ৩৫ সেকেন্ড ফেসবুক লাইভে পারিবারিক বিষয়সহ নানা প্রসঙ্গে কথা বলেন মোতাহার। ফেসবুক লাইভে তিনি বলেছেন ‘নানা কারণে বিষণ্নতায় (ডিপ্রেশন) ভুগছি। তাই বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছি। যে ডিপ্রেশনে আছি, তাতে থাকার কথা ছিল না। বহু সমস্যায় আছি। বেঁচে থাকার মতো অবস্থা আমার নেই আমাকে ক্ষমা করুন’ বলে বুকে গুলি চালান মোতাহার।

কাউখালী থানার ওসি পারভেজ আলী বলেন, ‘মোতাহারকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ। তিনি বলেন মোতাহার কেন এমন ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে দেখছি আমরা। তার পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা সম্ভব হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর