January 16, 2025, 4:39 pm

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

পার্বতীপুর পরিত্যক্ত রেল লাইন ও গ্যাস সিলিন্ডারসহ ৪ জন গ্রেফতার

 

আমজাদ হোসেন, পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুরে পার্বতীপুর শহরের বাফার গোডাউনে সংযোগকৃত পরিত্যক্ত রেল লাইন চুরির ঘটনা ঘটেছে।
সংঘবদ্ধ চোরের দল বুধবার রাতে গ্যাস কাটার দিয়ে কেটে রেল লাইন চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনার সংবাদ শুনে বুধবার রাত ১১,৩০ টায় পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ,আই ডাব্লিউ ও পি ডাব্লিউ আই এর যৌথ অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করে।
এসময় রেল লাইন কাটার কাজে ব্যবহৃত ২টি গ্যাস সিলিন্ডারসহ কেটে নেওয়া ১৭ পিচ রেল লাইন উদ্ধার করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানায়, চুরির সাথে জড়িতরা হলেন ৩নং রামপুর ইউনিয়নের শিংগিমারী গ্রামের মোকছেদ আলী’র ছেলে রফিকুল ইসলাম রাব্বি (২১) একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে তৌহিদুল ইসলাম(২৩), চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের গোলাম রব্বানী’র ছেলে জান্নাতুল ফেরদৌস(২৮) ও সৈয়দপুর পৌরসভাধীন পুরাতন বাবু পাড়ার মনতাজ হোসেনের ছেলে ইমতিয়াজ(৪০)। এ চুরির ঘটনার সাথে অজ্ঞাতনামা আরও অনেকেই জড়িত ছিল, তবে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
রেল সংশ্লিষ্ট সুত্রগুলো জানায়, কয়েক দিন পূর্ব ভবানীপুর – মধ্যপাড়া পাথর খনি রেল পথের চুরি যাওয়া প্রায় ৫ টন রেল লাইন উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ।
এর আগে রেলওয়ের ৮টি রেল সম্পদ চুরির মামলা হলেও সঠিক তথ্য প্রমানের অভাবে এতদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
অভিযানকারী দলের একাধিক সুত্র নাম প্রকাশ না করার সর্তে জানায়, সদ্য সংঘঠিত এই চুরির ঘটনায় পার্বতীপুরের একাধিক লোহার ব্যবসায়ী ও প্রভাবশালী সিন্ডিকেট মহল জড়িত থাকতে পারে! এছাড়াও মধ্যপাাড়া পাথর খনির রেল পথে চুরির ঘটনাতেও গ্রেফতার ৪ ব্যক্তিসহ তাদের অন্যান্য সহযোগীরা জড়িত থাকতে পারে মর্মে আসামীদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চলছে।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী’র ইন্সপেক্টর আহসান হাবিব আজ বৃহস্পতিবার দুপুরে জানায়, বুধবার রাতের চুরির ঘটনায় গ্রেফতার ৪ ব্যক্তিকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে তাদেরকে পার্বতীপুর রেলওয়ে থানা হাজতে আটক রাখা হয়েছে। এ চুরির ব্যপারে রেলওয়ে থানায় মামলাটি দায়ের করবেন পার্বতীপুর রেলওয়ের এস,এস,এ,ই/ওয়ে এর কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর