January 15, 2025, 2:17 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

দীর্ঘ সেশনজটের কবলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ

২৭ ফেব্রুয়ারি সোমবার প্রশাসনিক ভবনের সামনে সেশনজট নিরসনের এবং শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবি নিয়ে মানববন্ধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা।

২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি চালু হয় এবং বিগত সাত বছরেও এই বিভাগ হতে একটি ব্যাচ স্নাতকত্তর সম্পন্ন করতে পারেনি। বর্তমানে এই বিভাগের ব্যাচের সংখ্যার হয়ে দাঁড়িয়েছে সাতটি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে তাদের স্নাতকোত্তর  শেষ করে এদিকে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনো স্নাতকোত্তর শেষ করতে পারেনি। শুধু তাই নয় এই বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষ, ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষ, ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষ, ১৯-২০  শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষ এবং ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষ সম্পন্ন করতে পারেনি। সেই সাথে ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও সব বিষয়ে ক্লাস শুরু করতে পারেনি। এই বিভাগের চালুর সাত বছর হলেও এখন পর্যন্ত শিক্ষার্থীরা  রুম সংকটে ভুগছে।সেই সাথে এখন পর্যন্ত  কোন স্থায়ী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ হয়নি।সেমিনার সহ নানা রকমের অসুবিধায় ভুগছে এই বিভাগের  শিক্ষার্থীরা।

এই বিভাগের নানা জটিলতার কারণে বিভাগের পাঠদান আশঙ্কাজনকভাবে ব্যাহত হচ্ছে এবং নিয়মিত সেমিস্টার পরীক্ষা না হওয়ায় সেশন জোটের সৃষ্টি হচ্ছে। যার ফলে উক্ত বিভাগের সকল শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির সম্মুখীন হচ্ছে। আজ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধনে উক্ত সমস্যা সমাধানে জোর দাবি  জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর