রুস্তম আলী: রংপুর জেলা প্রতিনিধি
রসিক নির্বাচনকে সামনে রেখে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু হাসান চঞ্চল
(টিফিন ক্যারিয়ার প্রতীক) কর্তৃক প্রতিপক্ষ মনোয়ারুল ইসলাম লেবু (ঘুড়ি প্রতীক)
সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানা ঘেরাও করে রাখার
ঘটনা ঘটেছে।
শনিবার আনুমানিক রাত ২ টার দিকে এলাকায় এ ঘটনা ঘটে। আবু হাসান চঞ্চল (টিফিন
ক্যারিয়ার প্রতীক) প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন
প্রতিপক্ষ মনোয়ারুল ইসলাম লেবু (ঘুড়ি প্রতীক)।
মনোয়ারুল ইসলাম লেবু বলেন, টিফিন ক্যারিয়ারের প্রার্থীর নেতৃত্বে তার লোকজন আমার
সমর্থকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। তারা সঠিক ও সুষ্ঠু বিচারের লক্ষ্যে থানার
ও প্রশাসনের সহযোগিতার জন্য তিনি ও তার সমর্থকরা এসেছেন। তারা অতিদ্রুত
অভিযোগকারীকে আইনের আওতায় না আনা পর্যন্ত থানার সামনে আবস্থান করবে বলে
জানান।
এ ব্যাপারে তিনি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।