January 16, 2025, 7:59 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

মোঃ সবুজ আল-আমিন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনসেট বাড়ির পাঁচটি কক্ষ পুরে ছাই হয়ে গেছে । শনিবার রাতে ৯ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোডমিল এলাকার সাখাওয়াত হোসেন শুক্কুর আলীর বাসায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কেও আহত না হলেও মূল্যবান মালামাল ও নগদ অর্থ সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ৯ টার দিকে ঐ টিনসেট বাড়ির তালাবদ্ধ রুম থেকে আগুনের সূত্রপাত হয়, পরে মূহুর্তেই পাশের ৪ টি রুমে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরলে স্থানীয়রা কালিয়াকৈর ফায়ার সার্ভিস কে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছেন ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ ঘটনায় ঐ বাড়ির মালিক সাখাওয়াত হোসেন শুক্কুর আলী বলেন এই রুম বন্ধ ছিলো, কি কারণে আগুন লেগেছে বলতে পারছিনা তবে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ড হতে পারে। এছাড়া কাল থেকে এই রুমের ভাড়াটিয়া পলাতক রয়েছে ।

অপরদিকে বাসার বেশিরভাগ ভাড়াটিয়া স্থানীয় বিভিন্ন কলকারখানায় চাকরি করেন। এ ঘটনার সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনে ক্ষতিগ্রস্ত শাহানা বেগম(২৩) নামে এক ভাড়াটিয়া বলেন, আমি একটি পোশাক কারখানায় চাকরি করি আমার রুমে নগদ ২ লক্ষ টাকা ছিল জমি কেনার জন্য রেখেছিলাম, আমি চাকরির পাশাপাশি একটা টেইলার্সে কাজ করি, অগ্নিকান্ডে আমার স্বপ্ন পুড়ে শেষ, এ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ঐ মহিলা। তিনি আরো বলেন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন আমার কোন খোঁজ খবর নেন না, আমার এই চাকরির জমানো টাকাগুলো ছিল শেষ সম্বল এখন আমি নিঃস্ব।

এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিস ইনচার্জ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিটের চেষ্টায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে । আর নগদ ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে । ইলেকট্রিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর