-
- জেলা সংবাদ
- দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
- আপডেট সময় November, 22, 2022, 5:11 pm
- 112 বার পড়া হয়েছে
মো. মোরসালিন
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ‘২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায়, জেলা পরিষদের সদস্য মো. সফিকুল ইসলাম, বাবু, রুদ্রানী স্কুল এন্ড কলেজের অধ্যহ্ম মো. সাদেকুল ইসলাম সহ বিভিন্ন শিহ্মা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডিজিটাল মেলা উদ্বোধনের পর স্টোল পরিদর্শন করেন।
এ জাতীয় আরো খবর