January 16, 2025, 1:00 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

রাজাপুরে অপহরণের ৫ বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি:- ঝালকাঠির রাজাপুরে অপহরণের ৫ বছর পর মীর খায়রুল নামে
এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের
পূর্বকানুদাসকাঠি গ্রামের হাওলাদার বাড়ির মসজিদের পাশে কবরস্থানের মধ্যে
বাঁশঝাড়ের নীচ থেকে পত্যক্ষদর্শী স্বাক্ষীর স্বীকারোক্তি অনুযায়ী মাটি খুঁড়ে
খায়রুলের কঙ্কাল উদ্ধার করা হয়। খুন হওয়া মীর খায়রুল রাজাপুর শহরের বাইপাস মোড়
এলাকার আনছার মীরের ছেলে। সে রাজাপুর বাইপাস এলাকায় একটি পরিবহণের
কাউন্টারের ব্যবসা করতো।
বুধবার সন্ধ্যায় ঝালকাঠি সিআইডি কার্যালয়ে সহকারি পুলিশ সুপার
এহসানুল হক সাংবাদিকদের জানান, ২০১৭ সাল থেকে গুম হয়ে নিখোঁজ ছিলেন
মীর খায়রুল। এই মামলার তদন্ত করতে গিয়ে গত সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য
মিজু নামে মামলার এক স্বাক্ষীকে সিআইডি কার্যালয়ে আনা হয়। পরে তার
স্বীকারোক্তি অনুযায়ী পূর্বকানুদাসকাঠি গ্রামের হাওলাদার বাড়ির মসজিদের
পাশে একটি কবরস্থানের মধ্যে বাঁশঝাড়ের নীচ থেকে মাটি খুড়ে খায়রুলের কঙ্কাল
উদ্ধার করা হয়।
সিআইডি আরো জানায়, ২০১৭ সালের ০৯ সেপ্টেম্বর মাদক ব্যবসা নিয়ে
বিরোধের জেরে মীর খায়রুলকে অপহরণ করে এই মামরার আসামী মনিরের বাড়িতে
নিয়ে খুন করে লাশ বাড়ির পাশে মাটিতে পুঁতে রাখা হয়। আর এ কাজে জড়িত
ছিলো কানুদাসকাঠি এলাকার ফোরকান, সোহাগ, মনির ও গিয়াস নামের
চারজন। পরবর্তীতে ওই স্থান থেকে লাশটি পূর্বকানুদাসকাঠি গ্রামের হাওলাদার
বাড়ির মসজিদের পাশে কবরস্থানের স্থানান্তরের জন্য দ্বায়িত্ব দেয়া হয় মিজান
হাওলাদার মিজু নামের এক ব্যক্তিকে।
এ ঘটনায় খুন হওয়া খায়রুলের ছোটভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ২০১৭ সালের
২৪ সেপ্টেম্বর রাজাপুর থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ কিছুদিন মামলা
তদন্ত করার পর ওই বছরের ২৬ ডিসেম্বরে মাসে মামলাটি সিআইডিতে স্থানান্তর
করা হয়। মামলার আসামীরা পলাতক রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর