রংপুর সহ সারাদেশে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়নগঞ্জ মহানগর যুবদল নেতা মোঃ শাওন কে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে মহানগর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩রা সেপ্টেম্বর ২২ দুপুর ১২ টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ এর আয়োজন করে বিএনপি।
উক্ত প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মোঃ মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে জ্বালানি তেল বিদ্যুৎ ও পুলিশ বাহিনী দ্বারা নেতা-কর্মীদের হয়রানি, মিছিল-মিটিংয়ে টিয়ার গ্যাস ও গুলিবর্ষণ না করা সহ দেশে বিরোধীদলীয় কার্যক্রম শান্তিপূর্ণভাবে করতে দেওয়ার আহবান জানান।
বক্তারা আরও বলেন, যদি শান্তিপূর্ণভাবে কার্যক্রম করতে না দেওয়া হয়। যেখানে বাধাঁ আসবে সেখানেই বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।