January 14, 2025, 12:29 am

সংবাদ শিরোনাম

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

মোঃ আলমগীর  ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
 ঠাকুরগাঁও জেলায় ২০০৪ সালের একটি হত্যা মামলায় সিদ্দিকুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

 ৩১ আগষ্ট বুধবার ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন ঐ আসামীর যাবজ্জীবন ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। এ মামলায় সাদেকুল ইসলাম চৌধুরীকে খালাস দেওয়া হয়।  আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে ২০ নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে জমি নিয়ে মৃত ওয়াহেদ আলীর ছেলে জাফিরুল ইসলাম (ভিকটিম) এর সাথে চাচাচো ভাই সিদ্দিকুল ইসলাম চৌধুরীদের মারপিট হয়।
এ সময় উভয় পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়। পরে জাফিরুলের মৃত্যু হলে ২০০৪ সালের ২৬ নভেম্বর জাফিরুল ইসলামের ভাই মুকুল বাদী হয়ে সদর থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে ২ জনকে রেখে বাকীদের নাম বাদ দিয়ে চুড়ান্ত পুলিশ রিপোর্ট প্রদান করা হয়।
পরে আদালতে দীর্ঘদিন শুনানী শেষে মূল অভিযুক্ত সিদ্দিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করে তার ভাই সাদেকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর