October 6, 2024, 10:55 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

চা শ্রমিকদের কর্মচঞ্চলতা ১৯ দিন পর কাজে ফিরলেন চা শ্রমিকরা

আব্দুস সামাদ আজাদ,মৌলভীবাজার:-
১৯ দিন পর কাজে ফিরেছেন শ্রীমঙ্গলের চা শ্রমিকরা। মজুরি বৃদ্ধির দাবি নিয়ে টানা ১৯ দিনের
আন্দোলনের ইতি ঘটলো প্রধানমন্ত্রীর বৈঠকের মধ্য দিয়ে।গতকাল রবিবার (২৮ আগস্ট) সকাল থেকে চা
বাগানে চা পাতা তোলাসহ বাগানের বিভিন্ন কাজে ফিরতে দেখা গেছে চা শ্রমিদকের। সর্দারের
নেতৃত্ব সেকশন থেকে পাতা তুলে ঝুলি ভর্তি করছেন তারা। এর আগে গত ৯ আগস্ট থেকে দুই ঘন্টা
করে চার দিন কর্মবিরতী ও ১৯ আগস্ট থেকে নূন্যতম মজুরি ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের
ধর্মঘট করে আসছিলেন চা শ্রমিকরা। জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন কর্মকর্তার দেয়া আশ্বাসে
বিশ্বাস না করে আন্দোলনের শেষকালে চা শ্রমিকরা অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের।
অবশেষে গত শনিবার (২৭ আগস্ট) রাতে মালিক পক্ষের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর শ্রমিকদের ১৭০
টাকা মজুরি দিতে রাজি হয় বাগান মালিকরা। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের প্রেসব্রিফিংয়ের পর চা
বাগানগুলোতে চলমান ধর্মঘট প্রত্যাহার করে কাজে যাওয়ার ঘোষনা দেন চা শ্রমিকরা।
গতকাল রবিবার (২৮ আগস্ট) সকালে সরেজমিনে শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানে ঘুরে দেখা গেছে চা
শ্রমিকদের কর্মচঞ্চলতা। এদিন সকাল নয়টার অনেক আগে থেকেই চা পাতা তুলতে শুরু করেন চা
শ্রমিকরা। বাগানের কারখানাগুলো চালু করা হয়েছে সকাল থেকেই। দীর্ঘ আন্দোলনের ফলে বড় হয়ে উঠা
চা পাতাগুলো দ্রæত তুলছেন শ্রমিরা।
এদিকে আন্দোলন শেষে কাজে ফেরা ভাড়াউড়া বাগানের নারী চা শ্রমিক উষা হাজরা বলেন, পেটের দায়ে
আন্দোলন করেছিলাম। আমাদের অনেকে অনেক মিথ্যা কথা বলেছে। অনেকে আন্দোলন বন্ধ করতে বলেছে।
আমরা বলেছিলাম প্রধানমন্ত্রীর কথা ছাড়া আমরা আন্দোলন বন্ধ করবো না। প্রধানমন্ত্রী আমাদের কথা
ভাবেন। তিনি যে সীদ্ধান্ত দিবেন সেটা আমরা মেনে নিবো। কাল প্রধানমন্ত্রী আমাদের জন্য ১৭০ টাকা
মজুরি নির্ধারন করে দিলেন । আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি। তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ
করি। তিনি শ্রমিকদের জন্য ভাবেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা দৈনিক সমাচারের
প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে আজ সাপ্তাহিক ছুটি থাকার পরেও সবাই কাজে
যোগ দিয়েছেন। চা বাগানের ফ্যাক্টরীগুলো চালু হয়েছে। আর ছুটির দিন থাকায় কিছু চা বাগানে
শ্রমিকরা যায়নি। সোমবার থেকে পুরোদমে কাজ হবে বলে আশা করছেন বাগান মালিক কতৃপক্ষ।
লাগাতার আন্দোলনের ফলে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছিলো অধিকাংশ চা বাগানে। অনেক বাগানে নষ্ট
হয়েছে বহু চা পাতাও। চা শ্রমিকরা কাজে ফিরে আসায় সেই অচলাবস্থা এখন কেটে গেছে অনেকটাই।
কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অনেক চা শ্রমিক।গত শনিবার (২৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ১৩টি চা বাগানের মালিক। দীর্ঘসময় বৈঠক শেষে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। নতুন মজুরি
নির্ধারণ করে চা শ্রমিকদেরকে কাজে ফেরার আহব্বান জানিয়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকে
সাড়া দিয়েই যেন বাগানে কাজে ফিরছেন চা শ্রমিকরা। ফলে চা বাগানের চিরচেনা সে রূপ আবারও
ধরা দিচ্ছে সাধারণ মানুষের চোখে।

Share Button

     এ জাতীয় আরো খবর